তাণ্ডব


চারিদকে শুধু বিপদ আতঙ্ক ,হায়রে জীবন বঙ্গ

মানুষ এখন খুবই অসহায় ,করছে প্রকৃতি রঙ্গ।

স্তম্ভিত এখন সারাবিশ্ব ,করোনারই মৃত্যু লীলায়

দিন কাটছে কোনো রকমে ,অসহায়দের প্রাণ যায় যায়।

তবুও দেশে হিন্দু-মুসলিম , politics-এর দরাদরি

সরকার নাকি নিরুপায় এখন ,করছে তারা হেরাফেরী।

দেশে থেকেও বিদ্বশি তারা, শ্রমিকদের দিকে দেখো চেয়ে

ঘর থেকেও বেঘর তারা,মরছে কত,না খেতে পেয়ে।


কোরোনা এলো, এলো ভূমিকম্প, তারপর এলো ঘূর্ণিঝড়

 ইতিহাস হয়ে থাকবে বছর, বাঁচতে হলে লড়াই কর।

কাঁপল সাগর,উঠলো ঝড়, নাম দিল তার আম্ফান

দুই বাঙ্লায় পড়ল প্রকোপ, জানিনা হারাল যে কত প্রাণ।

যারা খেতে পায় ভিক্ষা করে, যাদের কোনো ঠিকানা নাই 

এমন তাণ্ডব-দুর্যোগে কি তারা পেয়েছে মাথা গোঁজার ঠাই?


(রাজ্য)শেষে করলো চেষ্টা ,সরাল উপকূল মানুষজন

কোথা হিন্দু ,কোথা মুসলিম ,নিরুপায় সবাই এখন আপনজন।


“বিজ্ঞানে অজ্ঞান তুই,করে যাস ভুল; প্রকৃতি রহস্যময়ী নাই তার কূল

ভাঙ্গাগড়া তার লীলা, স্থিতিলয় তার খেলা, মানুষ তাহার হাতে খেলার পুতুল"

 

By I Ali

 

21.05.2020


Comments

Post a Comment

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization