Posts

Showing posts from December, 2020

আমি আমার মতো

Image
I Ali ঘুমাই কম, আমি বেড়াতে ভালোবাসি; সাথী চাই, তবে চাই না কোনো দাসী। বলি কম, যা ভাবি তাই করি, ব্যার্থতায়, ফিরে অন্য রাস্তা ধরি। আর, নাই কোনো মোর ঠাই-ঠিকানা, তাতেও, দুঃখের জন্য নেই বাহানা।। কষ্টতে, বাঁচার লড়াই করতে জানি, খাদ্যতে, আমি হালাল-হারাম মানি। সবার মতো, এই জগতের-ই সৃষ্টি আমি, আর, নিজের কাছেই অনেক দামি। সোজাপথে, আমি হকের রাস্তায় হাঁটি, বাস্তবে, বড়ো সরল আমি খাঁটি।। স্বার্থের দুনিয়ায়, আমি স্বার্থহীন দের খুঁজি, মানুষের, মনোভাব একটু-আধটু বুঝি। এমনকি, আমি অনেক বিষয়ে জ্ঞাত, সমাজে, আমি পাগল বলেই খ্যাত। তবে, পাগল হওয়া সহজ তো নয়, তাতে, কষ্টের সাথেও হাসতে হয়।। Dated: 20.12.2020  

ভ্রান্তবোধ

Image
 I Ali …সময়, সময় যেন আজ থমকে দাড়িয়ে, হায় রে, জীবন যেন তার গতি হারিয়ে ফেলেছে, অজানা, অচেনা এক পথে চলার চেষ্টায় মশগুল। কতো উচ্চাশা, আর স্বপ্নগুলো সব আজ ভঙ্গুর, এলোমেলো, কেমন যেন, ধৈর্যবান ব্যাক্তিটাই আর নিজের মধ্যে নেই, আর অতিত, সে তো যেন  আবছা রঙের এক স্মৃতি-চিত্র মাত্র। …বিস্তৃত, যেন কোনো এক অসীম সমুদ্রে (আমি) ডুবুডুবু, যেদিকেই ফিরি, শুধু থইথই জল আর জল, স্থিরচিত্তে দাড়িয়ে, দিক খুজি, কিন্তু মনে ভয় হয়, যদি হারিয়ে যাই, অবশ্য, এদিকে নিজেই নিজেকে হারিয়ে বসে আছি। মাঝেমাঝে, বিজ্ঞভাব আসে, “সময় দাড়িয়ে নাকি আমি?” ক্ষণকালেই, আবার ডুবে যাই অহেতুক ভ্রান্ত চিন্তার আড়ালে। Dated:13.12.2020  

একলা একা

Image
  I Ali যে দিকেই যাই , যেদিকে তাকাই জীবন এখন অন্ধকার অন্তর হয়ে আছে চিরবিক্ষিপ্ত ,এখন একটু শান্তি দরকার। চাই না হতে চিরবিদ্রহি, ছন্নছাড়াদের মাঝখানে বাইরে যাদের নেই ভ্রূক্ষেপ, ব্যস্ত যারা আপনপানে। চাই যেতে চাই একলা একা, লোকালয় অনেক দুরে থাকবেনা যেথা কোনো কোলাহল, গাইব আমি নিজের সুরে।। থাকবেনা যেথা কোনো জাতিভেদ, থাকবেনা কোনো ধনী-গরীব  থাকবেনা সেথা হিন্দু-মুসলিম ,হবে না তো  সেথা কারোর শরিক। থাকবেনা যেথা কোনো কূটনীতি, থাকবেনা তো ক্ষমতার স্বাধ থাকবেনা কোনো ঝগড়া-বৈঠক, মিলাবেনা তো কেউ কারো কাঁধ। থাকবেনা কোনো সমালোচনা, থাকবেনা কোনো অপমান  থাকবেনা সেথা কোনো অনুভুতি, হবে না কারো অভিমান। থাকবেনা সেথা কারো দুর্নাম, থাকবেনা তো কারো খ্যাতি হবে না সেথা কারো উন্নয়ন, হবে না কারো দুর্গতি। থাকবেনা কোনো শ্রমিকের কষ্ট ,থাকবেনা না তো কোনো হুজুর থাকবেনা কোনো বাড়তি কাজ, থাকবেনা কোনো দিনমজুর। থাকবেনা সেথা কোনো দারিদ্র ,মরবেনা কেউ ক্ষুদার জ্বালায় থাকবেনা সেথা কোনো অন্য মায়া ,থাকবেনা কোনো মৃত্যুভয়।। থাকবেনা সেথা কোনো পাপাচার,হবে না সেথা কোনো দূষণ থাকবেনা সেথা একটাও জালিম, করবেনা কেউ কারো শোষণ। হবে না সেথা কোনো অপর

তুমি ভুলতে কি তা পারো?

Image
 I Ali জন্মের পরে কত কেঁদেছিলে, নেই হয়তো মনে ছোট্টবেলার তোমার ছবি নেই হয়তো ফোন-এ তার পরেও তো অনেক কিছু স্মৃতি হয়ে আছে আরো ভেবে দেখো তুমি একটু একা, ভুলতে কি তা পারো ? ছোট্টবেলা সেই বেঁয়ে বেড়া,দাঁড়াতে শেখা ও আছাড় খাওয়া কান্না করেও সামলে নিয়ে মায়ের পেছনে করতে ধাওয়া। একটু করে উঠলে বেড়ে, হাটতে শিখলে, শিখলে বলতে কথা এইটা ওইটা নানা প্রশ্ন, সবার, পাগল করতে মাথা। তুমি ভুলতে কি তা পারো ? পেতে লাগলে নানা জ্ঞানের স্বাধ,নানা দুস্টুমি, নানা অজুহাত  ভুলতে পারো কি সে দিনের কথা, যেদিন আগুনে পড়ল হাত ? একটু করে যেতে বাইরে খেলতে নানান খেলা অনেক আরো বাচ্চা আসত, বসত ছোট্ট একটা মেলা। প্রথম প্রথম ভয় পেতে খুব, বসে থাকতে চুপটি করে কয়েকটা দিন যেই হলো পার, কথা বলতে উচ্চস্বরে। আমপাতা, জামপাতা, আরো কত রকমের গাছ দেখা পুকুরে গিয়ে, ডুবে জল খেয়ে, দাদার সাথে সাঁতার শেখা। কথা না শুনে, দুস্টুমি করে, মায়ের হাতে সেই উধুম কেলানি কান্না করে চোখ লাল করে বাবার কাছে সেই মন ভোলানী তুমি ভুলতে কি তা পারো ?                                 (Revised) তারপরে আর একটু বড় হলে, যাওয়া শুরু হলো স্কুলে ক্লাসের ফাকে নেমে পড়তে সামনের পুকুরে জাম

জীবন বন্দনা

Image
 I Ali এখন বসে ভাবছ তুমি কত সইবে যন্ত্রনা এর জন্যে কল্পনা দরকার, অন্য কোনো মন্ত্র না; কি হবে বেঁচে থেকে অশান্ত জীবন নিয়ে দেখতে পাবে, লক্ষ্য করো সামনে একটু এগিয়ে গিয়ে জীবনে তোমার অনেক দুঃখ, পারলে নাকো হতে সুখি আছে আরো তোমার পাশেই বেদনাহত কতই দুঃখী; চেষ্টা করো তাদের সাথেই চোখ রেখে দিগন্তে যদি আবার জীবন বদলায় জীবনেরই অন্তে।। দেখতে পাবে, যাওনা তুমি হেটে রাস্তায় কলকাতার নাম লিখে হয়ে যাবে শেষ সকল পৃষ্ঠা তোমার খাতার; হাটতে থাকলে দেখতে পাবে ফুটপাতে,শুয়ে থাকা বাচ্চাগুলো কেনো শুইয়ে তারা ধুলোবালিতে, তাদেরই বা কি দোষ ছিলো? বলবে হয়তো বাবা-মায়ের, কিন্তু তারাই তো পাচ্ছে সাজা আগে যেমন রাজার যুদ্ধে জীবন দিত করুন প্রজা। তাদেরও তো আছে সপ্ন, আরো আছে কত অনুভব, জীবনটাকে মেনে নিয়ে নাহয় দেখালে একটু মহানুভব। তারাও তো দেখো আছে বেঁচে, বাস্তবতাকে নিয়ে মেনে তুমিও নাহয় একটু করলে চেষ্টা , সুখ আনতে জীবনে।। অত দুরে নাইবা গেলে ,চেয়ে দেখো নিজের গাঁয়ে তিন বেলা খাটে, দু বেলা খায় তবু চেষ্টা নিজের পায়ে। যাদের তুমি ভাবছ সুখি ,যাদের আছে অনেক ধন তাদেরও তো কষ্ট আছে, তাদেরও তো আছে মন। সময় বয়ে চলে নদীর মতোই, একটা দেহে একটা প্রাণ

সাবধান

Image
I Ali    হও সাবধান,ভাই,হও সাবধান বুঝেছো সময়ের দাম, এবার বোঝো জীবনের মান। হও সাবধান। ছোয়াচে ভাইরাস, নাম তার কোরোনা ভুলেও যেন তার খপ্পরে পড়না ; আগত চিন থেকে, কাঁপালো বিশ্ব ডাক্তার-বিজ্ঞানীরা হয়ে রইল শিষ্য। ঔষধ বা প্রতিষেধক হইনি এখনও আবিষ্কার হচ্ছে না তাই হাসপাতালেও এই রোগের প্রতিকার। তাই বলি, হও সাবধান, ভাই, হও সাবধান।। লোকালয়ে নানা কথা, মিথ্যা গুজবে দিও না কান  কুসংস্কারের পাল্লায় পড়ে ঝুকিতে ফেলোনা নিজের প্রাণ। ডাক্তার-বিজ্ঞানীরা যেথা পেলেন না কো কোনো সূত্র সেখানে, মাতব্বরেরা রোগ সারাতে খাচ্ছে নাকি গো-মূত্র; শুধু কি তাই নাকি?, গোয়াল ঘরে সুরমা পাচ্ছে, খুড়ে দরজার ডানদিকে অন্ধের মতো বিশ্বাস করে মাখছে তা নিজের দুই চোখে। কই সারলো নাতো,বরং পড়ল গিয়ে হাসপাতালে আগে ছিলো শুধু করোনার ভয়ে, এখন পড়ল অন্য খালে। অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে দুরে রাখো গো নিজের ধ্যান তাই বলি হও সাবধান ভাই, আর কাজে লাগাও নিজের জ্ঞান।। বিদেশ থেকে ফিরল দেশি, সাথে আনল ভাইরাস পড়ল যখন মেডিক্যাল এ ধরা, সবাই করছে তার উপহাস। সারা দেশে যখন দেখা যাচ্ছে করোনার-ই ভলকা সরকারের মাথার উপর যেন ভেঙে পড়ল উল্কা; কলেজ,স্কুল,হাট-বাজার আর শেষে

বাস্তবতা

Image
 I Ali কি হবে থেকে এই বৈষম্যমূলক দেশে যেখানে নেতা মন্ত্রীরা বড়ো হয়ে থাকে সব শেষে। স্বাধীনতার নামে মুখে চুনকালি, ধর্মের নামে মুখে দেয় গালি, শিক্ষার নামে কাপড়, মিড্ডেমিল আর সাইকেল পরে দেখবে তারাই ধরবে রাইফেল।। নেতাদের দেখো কাজ, দেখো ব্যবস্থা সরকারী  টাকা ঘুষ ছাড়া পাচ্ছেনা যুবকেরা চাকরি। একসময় দেশের ভবিষ্যত নাকি ছাত্রী-ছাত্র মাঝে-মধ্যে তারাই মার খাওয়ার পাত্র। কৃষক ভরায় সবার পেট, প্রকৃত সবুজসাথি কিন্তু দেখো বাস্তবতা, তাদের পেটেই পড়ছে লাথি।। দেশটা কি তবে তাদেরই জন্য হয়ে গেলো মাঠে ব্যবসার পণ্য?  না, তা তো হতে পারে না! মরেনি তো সবার মানবসত্তা, আছে এখনো অনেকের মানবতা। কিম্তু তাও কেনো গো দেশের এ অবস্থা? আসলে তারা নেয় না কোনো ব্যবস্থা।। কেউ তো দিদির ভক্ত, কেউ বা ভক্ত অফ মদিজি ফেসবুক-এ তাই লাইক, কমেন্ট আর ইমোজি। এসব ভাবলেও রাগে, দুঃখে মুখে পায় যে হাসি, দাও ধিক্কার, ওঠো-জাগো হে ভারতবাসী।।                        30.03.2020