হত্যা

 পৃথিবীতে এখন নৃশংসতা ,সবই ইবলিশের পদতলে

ধিক ,শতধিক মোরে ,আমিও সেই নৃশংস মানুষেরই দলে।

একটি দেহে দুইটি প্রাণ , সে ছিলো নাকি অন্ত:সত্তা 

হত্যা করলো খাদ্য দিয়ে ,এই তো এখন মানবতা।

সে করেছিল একটাই অপরাধ ,নরজাতিকে বিশ্বাস

মানুষ সালা এমনই ডাকাত ,কেড়ে নিল তার নিশ্বাস।

হে প্রকৃতি এ তোমার কেমন বিচার

কেনো দাওনি সবাইকে সমান অধিকার?

                                     

By I Ali

04.06.2020



Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization