উঠে দাড়াও
অনেক দিন তো হয়ে গেলো পার, এখন একটু উঠে দাড়াও
কতদিন থাকবে চুপটি করে, এখন নিজের সীমা ছাড়াও।
সমাজে অনেক দুঃখ-কষ্ট, এখন একটু উঠে দাড়াও
অনেকেরই সম্বল নেই, তাদের প্রতি হাত বাড়াও।
সমাজে এখন জাতি ভেদাভেদ, এসব ছেড়ে উঠে দাড়াও
ধর্মের নামে নানা মতামত, বাজে কুসংস্কার পায়ে মাড়াও।
সমাজ এখন দুর্গতিতে, বিপ্লবী হয়ে উঠে দাড়াও
সমাজে খুব শিক্ষার অভাব, সত্য-শিক্ষার আলো ছোড়াও।
চলো, এখন একটু উঠে দাড়াও।
By I Ali
03.09.2020
Comments
Post a Comment