উপসংহার
জীবনের দিকে দেখো তাকিয়ে, কিসের প্রতি বেশি ভক্তি
সব ছেড়ে তা ভালো লাগে খুবই, সেটাই কি তাহলে আসক্তি?
নানা মানুষের নানা মনোভাব, নানা রকমের চাহিদা
কেউ তো সদাই ঘুমের মধ্যে, কারোর পেটে ক্ষুধা।
কেউ বা বসে অতৃপ্ত মনে, নানা রকমের অপুর্ন আশা
কারোর জীবন অন্ধকারে, জীবনের প্রতি মিথ্যা ভালোবাসা।
সত্যের থেকে মিথ্যা ভালো, তাহার থেকেও কাল্পনিক
কেউ তো আবার নেশার ঘরে, নেই ভারসাম্য মানসিক।
বাস্তবতাকে কজন মানে, সবাই চলে নিজের সুরে
কেউ চায়না যেতে কষ্ট করে, পথটি ধরে ওইযে দুরে।
জীবন গড়ার মাল-মশলা দাড়িয়ে আছে চুপটি করে
অপেক্ষায শুধু এমনজনের, যাবে এগিয়ে হাতটি ধরে।
দুনিয়াটা বড়ই কঠিন, বাঁচতে চাইলে সুখে
সবাই আছে নিজের দুঃখে, যে যাই বলুক মুখে।
‘সত্য’, ‘সত্য’ এখন শব্দমাত্র, এর নেই তো কোনো মূল্য
সন্দেহে ভরা জীবন এখন, সন্দেহেরই প্রাচুর্য।
উপরওয়ালা বানিয়েছে মোদের, দিয়েছে সাথে অনুভূতি
বেঁচে থেকে কি লাভ, যদি না পাই কারো সহানুভুতি।
সমাজ এখন রোগাচ্ছন্ন, ব্যাস্ত সবাই আপনপানে
অন্যের কথা ভেবে কি লাভ, এই ভাবনা সবার মনে।
ভাইয়ে ভাইয়ে হিংসা ভরা, পরিবার যেথা অশান্ত
যেতে চাই চলে অনেক দুরে, হয়ে গেছি বড়ো ক্লান্ত।
সত্যি কথা বলতে গেলেই, বারুদে লাগে যেন অঙ্গার
লিখতে চাই না আর অন্যকিছু, টেনে দিলাম তাই উপসংহার।
By I Ali
30.07.2020
Comments
Post a Comment