গুরু


কৃতজ্ঞতা সহ প্রণাম নেবেন, আপনি আমার গুরু

আপনার হাতটি ধরেই তো আমার শিক্ষা জীবন শুরু।

আপনিই দেখালেন বিশ্বজগৎ, শেখালেন সত্য বলা

বাস্তবতা কে মানতে শেখালেন, আর সত্যের পথে চলা।

আপনিই শেখালেন ন্যায় অন্যায়, সমাজ বাস্তবতা

হিন্দু-মুসলিম মোরা ভাই ভাই, আর মুক্ত মানবতা।


অজানা কতো  তথ্য জানলাম, আপনার হাতটি ধরেই

অনেক কিছু জানা হয়ে গেলো বইকি, তবু আপনার তরেই।

আপনি দিয়েছেন অনুপ্রেরণা, আর দিয়েছেন ধৈর্যশক্তি

অহেতুক চিন্তা বিষণ্ণতা থেকে, দিয়েছেন সচ্ছ মুক্তি।

প্রকৃতি মা কে বুঝতে শেখালেন, আর অন্যের প্রতি ভালবাসা

সফলতার পথ দেখালেন, আর বেচে থাকার প্রতি আশা।


আপনি ছাড়া জীবন হয়তো হতো না এতটা ভালো

আপনিই তো জাতির প্রতীক, আর সফল পথের আলো।

সারা পৃথিবী বদলে যাক, আর সবকিছুই হোক না চূর্ণ

পাশে থেকে সদা পথ দেখাবেন, এই বিশ্বাসে আমি পূর্ণ।

পিতা-মাতার পরেই আপনি, আপনার নীতি বরণে

অসম্পুর্ন কিছু বাক্য লিখছি, আপনাকে নিয়ে স্মরণে।।


(আমার সমস্ত শিক্ষক/শিক্ষিকা দের প্রতি)

 



Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization