ছদ্মবেশী
বিশ্বটা এখন রঙ্গমঞ্চ,নাট্যকার-এ পূর্ণ,
নেই হয়তো আর সত্যবাদি, মানবতা ভেঙে চূর্ণ।
সবাই এখন স্বার্থপর আর অন্যের কাছে ছদ্মবেশী
প্রয়োজন ছাড়া চেনে না কাউকে, হোক না মাসি-পিসি।
এমন কত ঘটনা নেবে, গল্প বলে হবেনা শেষ,
অন্তরে তিতা মুখে মিষ্টি, ধরেছে সবাই ছদ্মবেশ।
By I Ali
31.08.2020
Comments
Post a Comment