আহ্বান

 ওগো আমার জন্মভূমি, মনের ব্যাথায় আকুল তুমি;

তোমার নীতি লঙ্ঘিত মা, মানব শিক্ষায় ব্যার্থ তুমি।

সবাই ব্যস্ত জাতি-ভেদাভেদে, আর অন্যায় মিথ্যা জয়ী;

তোমার কন্যারা ধর্ষিতা মা, তাদেরই রক্তে তুমি রক্তময়ী।


দৈনিক হিসেবে মোদেরই দেশে, শত শত হয় ধর্ষিত

বলতে গেলেই চরিত্রহীনা, আর এই নামেই তারা বর্ণিত ।

অত্যচারিত হইয়া বালিকা, পায়না তো দেশে ন্যায় বিচার

দেশবাসী সেথা হয়ে থাকে চুপ, এসব ভাবার কি দরকার ?


ধর্ষিতা হয়ে অত্যাচারিত, থাকে যদি পড়ে হাসপাতালে

সে বিষয়ে সবাই চুপচাপ, ছন্দ মেলায় আপন তালে ।

মৃত্যুর সাথে লড়াই করে, সে- ই যদি যায় মর্গে

তখন ওঠে রব,”Justice for her”, নইলে জায়গা পাবে না স্বর্গে ।


ইদুরের বিপদে টাটকা বাহিনী, খবর পাওয়া যায়  জমিয়ে 

এখন যখন সত্য দরকার, মিডিয়ারা সব ঘুমিয়ে ।

পুলিশেরা ব্যস্ত প্রমান লোপাটে, সত্যকে করে মিথ্যা

আসামীরা সেথা পুরো নির্দোষ, যেন  অগ্নিপরিক্ষা দেওয়া সীতা ।


দু-পায়ে হাটা কতো জানোয়ার, নেই তো কারো বিশ্বাস

দু মিনিটের সুখের জন্য কেড়ে নিল কতো নিশ্বাস ।

যাদের এতো সুখের আশা আর নগ্ন চিন্তায় ভরা মন, তাদের বলি শোনো 

নিজের মা-বোনের প্রতি তো আছে সম্মান, অন্যের প্রতি নৃশংস হয়ো না যেন ।


ওগো আমার দেশের মানুষ, বাড়িতে  বসে কি খাচ্ছেন স্যুপ?

জিহ্বা কেটেছে তো মনীষা বাল্মীকির, তবে আপনারা কেনো চুপ ?

হিন্দু-মুসলিম, দলিত-ব্রাহ্মণ এসব করেই তো জীবন কাটালেন

এসব ভুলে এখন না হয়, সত্যের পথে একটু  দাড়ালেন ।


এই যে আমার মা-বোনেরা, আপনারাও তো মেয়ে, মায়ের জাত

আপনারা বোঝেন তাদের কষ্ট, দেবেন তো তাদের যুদ্ধে সাথ!

আপনাদের প্রতি যে সমাজ ভাবনা, আর নেতি-মতামত পায়ে মাড়ান 

নিজে জাগুন , অন্যকে জাগান, আর  ন্যাযের জন্য উঠে দাঁড়ান ।


হে আমার দেশের খোকা, ভাবছ কি বসে ছাদের তলে

দেশে বড় অরাজকতা, যাবই যাব বিদেশে চলে ।

ওহে বালক শোনো শোনো, দেশ তো তোমার নিজের স্বদেশ

সরকার যেথা অন্ধ হয়ে, তুমিই ধরো  বিদ্রোহীর বেশ ।


ওহে বন্ধু Facebook-বাসী, তোমাদের বলি শোনো শোনো 

নানা বিষয় তো পোস্ট করছ, এসব লিখতে ভুলোনা যেন  ।

এসব পোস্ট-এ দুঃখের react, আর পরের পোস্ট-এই হাহা দিচ্ছ

বাস্তবতা কি মনে বাঁধে না, এসব ব্যাপার কি এতই তুচ্ছ ?


এককালে দেশে ধ্বনিত হতো  “বলো বীর চির উন্নত মম শির”

তাহারই এখন ভাঙ্গা মেরুদণ্ড, তবে কোথা হতে আসে বীর ?

ধিক শত ধিক  মোরে, লজ্জায়, রাগে -দুঃখে  মুখে পায় যে হাসি

ন্যায়ের জন্য লড়াই করো, ওঠো জাগো হে ভারতবাসী !

By I Ali

01.10.2020



Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization