আমি

 আমি একজন পথের ভীতু, সাহস রাখিনা মনে

সমস্যা হতে পালিয়ে বেড়াই, কষ্ট চাইনা জীবনে ।

সবার থেকে পালিয়ে বেড়াই, আর একার রাস্তায় যাই

সুপ্ত বিবেক নিয়ে মনে হয়, কভু মায়ের কোলেতে লুকাই ।

পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর আমি, নিজেকেই করেছি উপেক্ষা 

শাস্তির জন্য প্রস্তুত আমি, কিসের তবে আর অপেক্ষা ।

এই ছোটো জীবনের মাঝে কতো আর বলব মিথ্যে কথা

জীবন ভরা মোর মিথ্যাচারে, আর আত্মগ্লানির ব্যাথা ।

কতই উড়েছিল বড়ো বড়ো জন, সবাই গিয়াছে পড়ি

আমিই বা আর কোন মহাশয়, তটে এসে তাই ডুবল তরী ।

By I Ali

12.10.2020


Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization