ব্যর্থ জীবন

 জীবন টা আজ এলোমেলো

সবকিছুই আজ অগোছালো,

কিছু নেই এখন আকড়ে ধরার

ইচ্ছে ছিলো কিছু বড়ো করার।

সময় কে না বুঝে নষ্ট করেছি

আর শূন্যতার হাত ধরে হেঁটেছি।

সবকিছুই আজ সুন্দর হতো 

পুরণ করতাম ইচ্ছে যত।

শুনেছি, সবকিছুই নাকি বিধির লিখন

তবে আমার জীবন টাই বা কেনো এমন?

ব্যার্থ আমি আজ নিজেরই কাছে 

জানি না এই কপালে আর কি আছে।

সব শেষ হয়ে গেলো দেখেও আছি হয়ে চুপ

লোকে জানে না, কিন্তু কষ্ট লাগে খুব।

এখন, ভালোর আশা করিনা আর

কষ্ট গুলো সবই তো আমার।


      By J Alom

    Dated:29.09.2020 (first try)


Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization