বেলাশেষে

 দিন কেটে যায় পথের খোজে, তবুও সেই পথহারার দলে

কভু যদিও পাই দিকের দেখা, দিশেহারা হই আপন ছলে।

সবাই এখন নিজের মতো, রাখে না চোখ কেউ দিগন্তে আর

চারিদিকে সেই ক্ষণিকের মায়া, কভূ হাহাকার কভু পাপাচার।

মাঝে মাঝে মনে ভাবনা আসে, দিন হবে শেষ মোদেরও দেশে

ঘনিয়ে আসবে গাঁড়ো অন্ধ্যকার, নিঝুম হবে সব, বেলাশেষে।

হয়তো ফিরে আসবনা আর, বিদায় নিলে হায়

যেই বা ডাকুক জগৎ হতে, দেবো না হয়তো সায়।


                        By I Ali

                   Dated:29.09.2020


Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization