আত্মঘাতী

 ছন্দ মিলাতে পারে না অনেকে, জীবন গতিতে হায়

পরাজিত হয়ে হার মেনে নিয়ে, গভীর আঁধারে  যায়।

পায় না রাস্তা, পায় না পথ, খুজে খুজে তারা পায় না

হয়তো বা তারা করে না চেষ্টা, হয়তো খুজতে চায় না।

কাউকে তারা ভরসা করে না, আর নিজেকে করে না বিশ্বাস

একটা রশি কেই সম্বল করে, ত্যাগ করে তারা নিশ্বাস।।


জীবন দিয়ে কী পায় তারা, তাদের কী বা হয় লাভ

মরার পরে হয় দুর্নাম, আত্মহত্যা তো অভিশাপ।

সত্যি নিজেই ব্যার্থ তারা, অনেক বোকা আমার মতে

ধরে না তারা একটু ধৈর্য্য, চায়না শিখতে কষ্ট হতে।

হয়ে থাকে তারা কুয়োরই ব্যঙ, দেখতো যদি জগৎটাকে

একটু যদি থাকত বিশ্বাস, আশা রাখত মনের ফাঁকে।।


তাদের থেকে কতই দুঃখী, কতই আরো বেদনাহত 

মেনে নিয়েছে বাস্তবতা, মেনে নিয়েছে কষ্ট যত।

জীবনের মূল্য তারাই বোঝে, যারা বাঁচার লড়াই করে

বাস্তবতা বড়ই কঠিন, কিন্তু মুক্ত তারা মনের ঘরে।

জীবন যুদ্ধে তারাই জয়ী, যারা নিজেকে টিকিয়ে রাখে

সত্যের সাথে মানিয়ে নিয়ে, চলার পথে অটল থাকে।।

By I Ali

08.10.2020 



Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization