মৃত্যুআভা
কি হবে রাখিয়া মৃত্যুভয়, মৃত্যু তো সবার কপালে লেখা
যাহারা করে যান উত্তম কাজ, তাহারাই পান অমরত্বের দেখা।
যেতেই হবে কোনো একদিন, এই সুন্দর ভুবন ছাড়ি
সাথে কেউ না, একলাএকা দিতে হবে অন্যজগতে পাড়ি।
শুনেছ কি নাম মৃত্যু দূতের, দাড়িয়ে আছে হয়তো আমারই পাশে,
সময় হয়তো হয়েই এলো, উড়ে যাব সাথে তার, নীল আকাশে।
আগামিকাল হয়তো থাকবনা আমি, এই পৃথিবীর মাঝখানে,
করে যেতে চাই এমন কিছু কাজ, বেঁচে থাকব সবার মনে-প্রাণে।।
By I Ali
02.09.2020
Comments
Post a Comment