তোমার প্রতি
কেমনে কাটিবে দিন, কেমনে কাটিবে এই বিরহ,
কেমনে সামলাইব আপনে, কেমনে কাটাইব এই মোহ!
দেখিয়াছি যবে তোমার অক্ষিদ্বয়, জ্বল জ্বল করিয়া জ্বলে
শান্ত তোমার ওই নিষ্পাপ দৃষ্টি, অন্তর গভীরে দাগ কাটিয়া চলে।
জানিনা, কী এই গোপন আবেগ, কোথা হইতে ইহার সৃষ্টি
সর্বজগৎ অদ্য অবিন্যস্ত, কষ্টও যেন অনুভুত হয় মিস্টি।।
মেহেন্দি রাঙা সেই তোমার হস্ত, কলাশিল্পের যেন এক গর্ব
তোমার রূপে মিশিয়া একাকার স্বর্গ, পাতাল ও মর্ত্য।
ওষ্ঠকোনে তোমার লাজুক হাসি, যায় কি কভু ভুলানো
মাথায় কালো উন্মীলিত কেশ, বক্ষদেশে ঝুলানো।
মিষ্টি তোমার সুরেলা কন্ঠ, আর কথায় প্রকাশ্য সততা
বাস্তব তোমার চিন্তা ভাবনা, আর অন্তরে মুক্ত মানবতা।।
হইতাম যদি আমি প্রবাহিত বায়ু, করিতাম তোমায় স্পর্শ
দিতাম তোমায় ঠান্ডা অনুভুতি, মনোরম গোটা বর্ষ।
হইতাম যদি তোমার পায়ের নুপুর, হইতো না তো মন্দ
তোমার গতির সাথে সুর মিলাইতাম, আর পায়ের সাথে ছন্দ।
হইতাম যদি তোমার গলার লকেট , তোমার বক্ষে থাকিতাম পড়ে
তোমার হৃদ্স্পন্দনে বাঁচিয়া উঠিতাম, আর প্রাণ পাইতাম ধড়ে।।
মানুষের রঙে রঙিন তুমি, আর কপালে কালো টিপ
তোমার আগমনে আলোকিত আমি, আর জ্বলিয়াছে আশার দ্বীপ।
ভাষা নাই মোর কণ্ঠে এখন, যে বুঝাইতে পারিব মোর অনুভুতি
থাকো সদা তুমি আমার পাশে, তোমারে করি এই মিনতি।
থাকিতে চাই আমি তোমার সন্নিধে, আদি হইতে অন্ত
একে ওপরের পরিপূরক হইয়া, ঘুরিব সর্ব দিগন্ত।।
By I Ali
Dated:23.11.2020
Comments
Post a Comment