গুপ্তকথা
খাদিজা খাতুন
বহুদিন খুজিনি
ঝিনুক সমুদ্র তলে
মরিচিকার পিছনে ছুটছিলাম
কোনো অজানা তালে
রূক্ষ্ম মরুভূমির তপ্ত বালিতে
ঘন অন্ধকার শ্বাসরুদ্ধ
সমুদ্র গভীরে
জীবনের সমস্ত হাসি গেছে ফুরিয়ে
ক্লান্ত আমি আজ হাসির খোরাক জোগাড়ে ।
ব্যর্থ আমি বঞ্চিত আমি
সেই ঝিনুক উপার্জনে
এত কাছে এসেও পাইনা যখন
সর্বসুখ আজ দিলাম বিলিয়ে
তুমিই সুখে থাকো আমার লুন্ঠন সুখ নিয়ে ।
কথা দিলাম তোমায়
সব সুখ এনে দেব তোমার পায় ।
বাড়াবোনা হাত আর সেই ঝিঁনুক পানে
যদিও সে ভুল বুঝে ঘৃণা করে আমারে ।
আমার চাঁদনী রাত বিদায় নিল ।
আমার স্বপ্ন খাতা পুড়ে ভস্ম হল ।
দৃশ্যহীন চিত্র আমার গুপ্ত থাকুক
প্রার্থনা করি তোমার জীবন সুখে ভরে উঠুক ।
Comments
Post a Comment