দ্বারস্থ
বিশ্বে বিশাল মহামারী, মানুষ যেন আজ নগণ্য
প্রকৃতি মা তো সেরে উঠছে, বেড়ে উঠছে সবুজ অরণ্য ।
কমে গেছে সব যন্ত্র দূষণ, কমে গেছে সেই বিষ বায়ু
কমে গেছে সব ভিড়-কোলাহল, প্রকৃতি পেয়েছে দীর্ঘায়ু ।
কতই না সুন্দর দৃশ্য প্রকৃতির, করতে পারো যদি অনুভব
সেসব কে মানুষ উপেক্ষা করে, আর নানা নোংরামি যত সব ।।
আসে না কো কিছু লিখতে বসে, কলম যেন আজ ক্লান্ত
বাস্তবতা পাই না খুঁজে, সব যেন আজ ভ্রান্ত ।
ব্যস্ত বছর, ব্যস্ত সময়, ব্যস্ত সবাই আপন পানে
সবাই এখন নিজের মতো, নড়ে না তো মন কারোর টানে ।
চারিদিকে কতো ন্যায়-অন্যায়, ঘটছে কতো অঘটন
চুরি-ডাকাতি, মানুষ হত্যা আর মাতৃ জাতের ধর্ষণ ।।
মানবতা যেন বিপন্ন আজ, নেই তো কারোর হুঁশ
জনসংখ্যা বাড়ছে উচ্চহারে, কমছে সংখ্যায় মানুষ ।
ধনী-গরিবে যেন আকাশ পাতাল, এমনই এখন যুগ
স্বাধীনতাও কিনতে হয় টাকা দিয়ে, টাকাই এখন সুখ ।
ধর্মের নামে জাতি ভেদাভেদ, ইহাই কূটনীতির ব্রহ্মাস্ত্র
কঠিন সত্য বড়ই অসহায়, একমাত্র প্রকৃত শিক্ষার দ্বারস্থ ।
By I Ali
Dated:04.11.2020
Comments
Post a Comment