বাস্তবতা

 I Ali

কি হবে থেকে এই বৈষম্যমূলক দেশে

যেখানে নেতা মন্ত্রীরা বড়ো হয়ে থাকে সব শেষে।

স্বাধীনতার নামে মুখে চুনকালি,

ধর্মের নামে মুখে দেয় গালি,

শিক্ষার নামে কাপড়, মিড্ডেমিল আর সাইকেল

পরে দেখবে তারাই ধরবে রাইফেল।।


নেতাদের দেখো কাজ, দেখো ব্যবস্থা সরকারী 

টাকা ঘুষ ছাড়া পাচ্ছেনা যুবকেরা চাকরি।

একসময় দেশের ভবিষ্যত নাকি ছাত্রী-ছাত্র

মাঝে-মধ্যে তারাই মার খাওয়ার পাত্র।

কৃষক ভরায় সবার পেট, প্রকৃত সবুজসাথি

কিন্তু দেখো বাস্তবতা, তাদের পেটেই পড়ছে লাথি।।


দেশটা কি তবে তাদেরই জন্য

হয়ে গেলো মাঠে ব্যবসার পণ্য? 

না, তা তো হতে পারে না!

মরেনি তো সবার মানবসত্তা,

আছে এখনো অনেকের মানবতা।

কিম্তু তাও কেনো গো দেশের এ অবস্থা?

আসলে তারা নেয় না কোনো ব্যবস্থা।।


কেউ তো দিদির ভক্ত, কেউ বা ভক্ত অফ মদিজি

ফেসবুক-এ তাই লাইক, কমেন্ট আর ইমোজি।

এসব ভাবলেও রাগে, দুঃখে মুখে পায় যে হাসি,

দাও ধিক্কার, ওঠো-জাগো হে ভারতবাসী।।

                      

30.03.2020



Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization