ভ্রান্তবোধ

 I Ali

…সময়,

সময় যেন আজ থমকে দাড়িয়ে,

হায় রে,

জীবন যেন তার গতি হারিয়ে ফেলেছে,

অজানা,

অচেনা এক পথে চলার চেষ্টায় মশগুল।

কতো উচ্চাশা,

আর স্বপ্নগুলো সব আজ ভঙ্গুর, এলোমেলো,

কেমন যেন,

ধৈর্যবান ব্যাক্তিটাই আর নিজের মধ্যে নেই,

আর অতিত,

সে তো যেন  আবছা রঙের এক স্মৃতি-চিত্র মাত্র।


…বিস্তৃত,

যেন কোনো এক অসীম সমুদ্রে (আমি) ডুবুডুবু,

যেদিকেই ফিরি,

শুধু থইথই জল আর জল, স্থিরচিত্তে দাড়িয়ে,

দিক খুজি,

কিন্তু মনে ভয় হয়, যদি হারিয়ে যাই,

অবশ্য,

এদিকে নিজেই নিজেকে হারিয়ে বসে আছি।

মাঝেমাঝে,

বিজ্ঞভাব আসে, “সময় দাড়িয়ে নাকি আমি?”

ক্ষণকালেই,

আবার ডুবে যাই অহেতুক ভ্রান্ত চিন্তার আড়ালে।


Dated:13.12.2020


 

Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization