সাবধান

I Ali 

 হও সাবধান,ভাই,হও সাবধান

বুঝেছো সময়ের দাম, এবার বোঝো জীবনের মান।

হও সাবধান।

ছোয়াচে ভাইরাস, নাম তার কোরোনা

ভুলেও যেন তার খপ্পরে পড়না ;

আগত চিন থেকে, কাঁপালো বিশ্ব

ডাক্তার-বিজ্ঞানীরা হয়ে রইল শিষ্য।

ঔষধ বা প্রতিষেধক হইনি এখনও আবিষ্কার

হচ্ছে না তাই হাসপাতালেও এই রোগের প্রতিকার।

তাই বলি,

হও সাবধান, ভাই, হও সাবধান।।


লোকালয়ে নানা কথা, মিথ্যা গুজবে দিও না কান 

কুসংস্কারের পাল্লায় পড়ে ঝুকিতে ফেলোনা নিজের প্রাণ।

ডাক্তার-বিজ্ঞানীরা যেথা পেলেন না কো কোনো সূত্র

সেখানে, মাতব্বরেরা রোগ সারাতে খাচ্ছে নাকি গো-মূত্র;

শুধু কি তাই নাকি?,

গোয়াল ঘরে সুরমা পাচ্ছে, খুড়ে দরজার ডানদিকে

অন্ধের মতো বিশ্বাস করে মাখছে তা নিজের দুই চোখে।

কই সারলো নাতো,বরং পড়ল গিয়ে হাসপাতালে

আগে ছিলো শুধু করোনার ভয়ে, এখন পড়ল অন্য খালে।

অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে দুরে রাখো গো নিজের ধ্যান

তাই বলি হও সাবধান ভাই, আর কাজে লাগাও নিজের জ্ঞান।।


বিদেশ থেকে ফিরল দেশি, সাথে আনল ভাইরাস

পড়ল যখন মেডিক্যাল এ ধরা, সবাই করছে তার উপহাস।

সারা দেশে যখন দেখা যাচ্ছে করোনার-ই ভলকা

সরকারের মাথার উপর যেন ভেঙে পড়ল উল্কা;

কলেজ,স্কুল,হাট-বাজার আর শেষে যানবাহন সব বন্ধ 

দেশে শুধু ঘুরছে এখন করোনারই তীব্র রোগের গন্ধ।

যারা খেতে পায় ভিক্ষা করে,যারা করেন দিন মজুরি

তাদের খবর রাখবে কে, দেখবে বা কোন হুজুর-ই?

আমাদেরকেই দেখতে হবে আশেপাশে থাকেন যারা

তাছাড়া কি করা যাবে আর, তারাও তো ভাই পথহারা।।


ইতালির দিকে দেখো তাকিয়ে, কি নির্মম অবস্থা তার

চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় বিশ্বে, করোনার সামনে মানল হার।

হাত ধোও নিয়মিত, আর থাক পরিস্কার সবাই

কোরোনা থেকে বাঁচার এটাই একটা উপায়।

‘Stay home save lives’ ঘোষনা করল ভারত সরকার

নাগরিক তো সোজা মানবেনা, তাইতে পুলিস-লাঠির দরকার।

শুধু কি সরকার নাকি, ডাক্তারেরাও বলছেন একই

নাগরিকরা তবু confused, তারা বলছেন ‘ভেবে দেখি’।

বাইরে গিয়ে লাভ টা কি, safe যখন নিজের বাড়ি

বাড়িতেই বসে বলুননা ‘ডোন্ট কেয়ার কানাকড়ি’।

হও সাবধান, ভাই, থাকো সাবধান।

 02.04.2020



Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization