তুমি ভুলতে কি তা পারো?

 I Ali

জন্মের পরে কত কেঁদেছিলে, নেই হয়তো মনে

ছোট্টবেলার তোমার ছবি নেই হয়তো ফোন-এ

তার পরেও তো অনেক কিছু স্মৃতি হয়ে আছে আরো

ভেবে দেখো তুমি একটু একা, ভুলতে কি তা পারো ?

ছোট্টবেলা সেই বেঁয়ে বেড়া,দাঁড়াতে শেখা ও আছাড় খাওয়া

কান্না করেও সামলে নিয়ে মায়ের পেছনে করতে ধাওয়া।

একটু করে উঠলে বেড়ে, হাটতে শিখলে, শিখলে বলতে কথা

এইটা ওইটা নানা প্রশ্ন, সবার, পাগল করতে মাথা।

তুমি ভুলতে কি তা পারো ?


পেতে লাগলে নানা জ্ঞানের স্বাধ,নানা দুস্টুমি, নানা অজুহাত 

ভুলতে পারো কি সে দিনের কথা, যেদিন আগুনে পড়ল হাত ?

একটু করে যেতে বাইরে খেলতে নানান খেলা

অনেক আরো বাচ্চা আসত, বসত ছোট্ট একটা মেলা।

প্রথম প্রথম ভয় পেতে খুব, বসে থাকতে চুপটি করে

কয়েকটা দিন যেই হলো পার, কথা বলতে উচ্চস্বরে।

আমপাতা, জামপাতা, আরো কত রকমের গাছ দেখা

পুকুরে গিয়ে, ডুবে জল খেয়ে, দাদার সাথে সাঁতার শেখা।

কথা না শুনে, দুস্টুমি করে, মায়ের হাতে সেই উধুম কেলানি

কান্না করে চোখ লাল করে বাবার কাছে সেই মন ভোলানী

তুমি ভুলতে কি তা পারো ?

                                (Revised)


তারপরে আর একটু বড় হলে, যাওয়া শুরু হলো স্কুলে

ক্লাসের ফাকে নেমে পড়তে সামনের পুকুরে জামা খুলে।

তার আগে বলো , যেদিন তুমি প্রথম গেলে মায়ের হাতটি ধরে

ভুলতে পারো কি সেই অনুভুতি, সেদিন ছিলে কান্নার স্বরে।

প্রথম দিন তো আছেই মনে, হাসির কিছু স্মৃতি নিয়ে

ভয়ে কিছু না বলতে পেরে, বসেই ছিলে প্যান্ট ভিজিয়ে।

কখনো ঘরে, কখনো মাঠে, পড়াতে বসাত মাদুর পেতে

ছুটির পরে হাতে থালা নিয়ে ভোজন সারতে যেতে যেতে।

কাটলো সময়, কাটলো বছর, অচেনা স্কুল এ বাড়ল মায়া 

তুমি ভুলতে কি পারো , সেই কদম গাছটার ছায়া ?

বার চারেক হলে উত্তীর্ণ, ছাড়তে হলো প্রাইমারি 

তারপরে হাইস্কুল অনেক দুর, যেতে হতো সারি সারি।

তুমি ভুলতে কি তা পারো ?


আচ্ছা স্কুলের কথা ছাড়ো, সে না হয় হবে পরে

আছে আরো অনেক কিছু, ঘটেছে বাইরে এবং ঘরে।

নানা ভাবে করতে মজা, ঋতু পরিবর্তনের সঙ্গে

প্রকৃতিকে করতে অনুভব প্রতিটি অঙ্গে অঙ্গে।

ধানের মরশুমে ধান কুড়োতে, দলবল মিলে মাঠে

বস্তায় ভরে নিয়ে যেতে সেসব, বাবার সাথে হাটে।

কখনো বা মাঠে বাবার সাথে ধরতে গরুর হাল

কখনো বা সব বন্ধু মিলে পাড়তে গাছের তাল।

পথের কাঁদায় পিছলে পড়তে, জলভরা পুকুরে স্নান করতে

সবাই মিলে লুকোচুরি খেলতে, কখনো আবার মাছ্ ধরতে।

অনেক অনেক বন্ধু ছিলো , ভিন্ন তাদের মন

ভুলতে পারো কি তাদের কথা আর শীতের বনভোজন?

হাওয়া বদলের সময় হতে অসুস্থ, তোমার পুড়ত জ্বরে গা

তোমার ব্যথায় কষ্ট পেত আর রাত্রি জাগত মা।

তুমি ভুলতে কি তা পারো?


চলো এবার হাইস্কুলে, এটাও অনেক স্মৃতির আধার

প্রথম দিন তো হবেই হবে, হাসির কিছু স্মৃতি আবার।

দিনের পুরো সময় কাটতো সেথায়, সেটাই নাকি “second home”

দিন কেটে যবে আসত শনি, ভাবতে কবে আবার আসবে সোম।

নতুন নতুন বন্ধু হলো, আরও হলো নতুন কত বান্ধবী

তারই মধ্যে এমন একজন, ভাবতে শুধুই তার ছবি।

মনে বড় ভয়, নাকি অন্য কিছু, অদ্ভুত সেই অনুভূতি

তুমি ভুলতে কি পারো, তার প্রতি সেই সহানুভূতি ?

নানা বিষয়ের নানা শিক্ষক, কত রকমের পদ্ধতি

এইভাবে পোড়ান, ঐভাবে পোড়ান, হয় যাতে সবার উন্নতি।

মাস্টার-এর নামে ইচ্ছা মতন, বানাতে কত রকমের গালি

টিফিন হলেই লাইন ধরে বাজাতে তোমরা থালি।

দল বেঁধে সেই আড্ডা,গল্প গুজব, আর নানা রকমের বিষয় 

ভুলতে পারো কি, সেই লাঠি নিয়ে আসা হেডমাস্টার-এর ভয় ?

কাটলো সময়, কাটলো বছর, ছেড়ে যেতে হলো সব

তুমি ভুলতে কি পার, সেসব দিনের সেই অনুভব ?

তুমি ভুলতে কি তা পারো ?

Started on 30.05.2020

Edited on 07.07.2020

Yet incomplete 



Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization