জীবন বন্দনা

 I Ali

এখন বসে ভাবছ তুমি কত সইবে যন্ত্রনা

এর জন্যে কল্পনা দরকার, অন্য কোনো মন্ত্র না;

কি হবে বেঁচে থেকে অশান্ত জীবন নিয়ে

দেখতে পাবে, লক্ষ্য করো সামনে একটু এগিয়ে গিয়ে

জীবনে তোমার অনেক দুঃখ, পারলে নাকো হতে সুখি

আছে আরো তোমার পাশেই বেদনাহত কতই দুঃখী;

চেষ্টা করো তাদের সাথেই চোখ রেখে দিগন্তে

যদি আবার জীবন বদলায় জীবনেরই অন্তে।।


দেখতে পাবে, যাওনা তুমি হেটে রাস্তায় কলকাতার

নাম লিখে হয়ে যাবে শেষ সকল পৃষ্ঠা তোমার খাতার;

হাটতে থাকলে দেখতে পাবে ফুটপাতে,শুয়ে থাকা বাচ্চাগুলো

কেনো শুইয়ে তারা ধুলোবালিতে, তাদেরই বা কি দোষ ছিলো?

বলবে হয়তো বাবা-মায়ের, কিন্তু তারাই তো পাচ্ছে সাজা

আগে যেমন রাজার যুদ্ধে জীবন দিত করুন প্রজা।

তাদেরও তো আছে সপ্ন, আরো আছে কত অনুভব,

জীবনটাকে মেনে নিয়ে নাহয় দেখালে একটু মহানুভব।

তারাও তো দেখো আছে বেঁচে, বাস্তবতাকে নিয়ে মেনে

তুমিও নাহয় একটু করলে চেষ্টা , সুখ আনতে জীবনে।।


অত দুরে নাইবা গেলে ,চেয়ে দেখো নিজের গাঁয়ে

তিন বেলা খাটে, দু বেলা খায় তবু চেষ্টা নিজের পায়ে।

যাদের তুমি ভাবছ সুখি ,যাদের আছে অনেক ধন

তাদেরও তো কষ্ট আছে, তাদেরও তো আছে মন।

সময় বয়ে চলে নদীর মতোই, একটা দেহে একটা প্রাণ

কে কি বলে শুনে যাও তুমি, কাজে লাগাও নিজের জ্ঞান।।


এখন হয়তো ভাবছ তুমি, ‘  ত্যাগ করব সব অনুভুতি?’

সেটা না, দেখাও নিজের প্রতি জীবনের প্রতি সহানুভূতি।

ত্যাগ না হয় করলে না আবেগ, ভুলতে নাহয় পারবে না

মনোবলকেও দৃঢ় করো তাই, বর্তমান কেও ছাড়বেনা।

নিজের জন্য না হয় ইচ্ছা, অন্যের দিকে দেখো চেয়ে

কষ্ট যদি দুর হয় কারো, ভবিষ্যতে তোমায় পাশে পেয়ে।

হও না তুমি সমাজসেবী, নাহয় ডাক্তার, নাইবা হলে ডাক্তার

ভেবে দেখো করবে তুমি কত মানুষের উপকার।

হও যদি তুমি অনুপ্রেরনা, বদ্লাও যদি কারোর জীবন

দুর হবে তোমার সকল কষ্ট, শান্ত হবে তোমার মন।।


আমি জানি তুমি অনেক ভালো, মনটা তোমার অনেক বড়ো 

তোমাকে যারা দিয়েছে কষ্ট, তাদের তুমি মাফ করো।

অন্যের জন্য কেনো তুমি দুঃখ রাখবে নিজের বুকে

সে হয়তো আছে সুখে বা তোমারই মতো চরম দুঃখে।

সেও হয়তো চাইছে তোমার জীবনের লক্ষ্য পূরণ হওয়া

রোজ নামাজে সে হয়ত আল্লাহ্-এর কাছে চাইছে দোওয়া ।।


তাই বলি মানো বাস্তব, শক্ত করে গড়ো মন

অন্যকে বাঁচাও, নিজে বাঁচ, আর গড়ে তোলো তোমার সফল জীবন।

ভালোবাসি তোমায় মায়ের মতই, মায়ের পরেই দিয়েছি স্থান

মনে রেখো মোরে , ভুলবো না আমি যতক্ষণ আছে এ দেহে প্রাণ।

 04.04.2020

( Inspired by a respected and special one)



Comments

Popular posts from this blog

বন্ধুবাঁক

মাঝপথ

If I die today!