একলা একা
I Ali
যে দিকেই যাই , যেদিকে তাকাই জীবন এখন অন্ধকার
অন্তর হয়ে আছে চিরবিক্ষিপ্ত ,এখন একটু শান্তি দরকার।
চাই না হতে চিরবিদ্রহি, ছন্নছাড়াদের মাঝখানে
বাইরে যাদের নেই ভ্রূক্ষেপ, ব্যস্ত যারা আপনপানে।
চাই যেতে চাই একলা একা, লোকালয় অনেক দুরে
থাকবেনা যেথা কোনো কোলাহল, গাইব আমি নিজের সুরে।।
থাকবেনা যেথা কোনো জাতিভেদ, থাকবেনা কোনো ধনী-গরীব
থাকবেনা সেথা হিন্দু-মুসলিম ,হবে না তো সেথা কারোর শরিক।
থাকবেনা যেথা কোনো কূটনীতি, থাকবেনা তো ক্ষমতার স্বাধ
থাকবেনা কোনো ঝগড়া-বৈঠক, মিলাবেনা তো কেউ কারো কাঁধ।
থাকবেনা কোনো সমালোচনা, থাকবেনা কোনো অপমান
থাকবেনা সেথা কোনো অনুভুতি, হবে না কারো অভিমান।
থাকবেনা সেথা কারো দুর্নাম, থাকবেনা তো কারো খ্যাতি
হবে না সেথা কারো উন্নয়ন, হবে না কারো দুর্গতি।
থাকবেনা কোনো শ্রমিকের কষ্ট ,থাকবেনা না তো কোনো হুজুর
থাকবেনা কোনো বাড়তি কাজ, থাকবেনা কোনো দিনমজুর।
থাকবেনা সেথা কোনো দারিদ্র ,মরবেনা কেউ ক্ষুদার জ্বালায়
থাকবেনা সেথা কোনো অন্য মায়া ,থাকবেনা কোনো মৃত্যুভয়।।
থাকবেনা সেথা কোনো পাপাচার,হবে না সেথা কোনো দূষণ
থাকবেনা সেথা একটাও জালিম, করবেনা কেউ কারো শোষণ।
হবে না সেথা কোনো অপরাধ ,লাগবেনা কোনো কারাগার
হবে না সেথা কোনো অন্যায় , লাগবেনা কোনো ন্যায় বিচার।
থাকবেনা সেথা দামি আসবাব ,থাকবেনা তো কিছুর লোভ
ভাইয়ের প্রতি ভাইয়ের হিংসা, থাকবেনা তো কোনো ক্ষোভ।
থাকবেনা কোনো অবলা জীব , আর হবে না কোনো অত্যাচার
থাকবেনা সেথা কোনো যন্ত্রাদি, আর থাকবেনা কোনো হাতিয়ার।
থাকব সেথা একলা একা, আর থাকবেনা তো কারোর ভয়
হবো না কো বড়ো নাইবা ছোটো, নিজেই নিজের মহাশয়।।
চাই যেতে চাই একলা এলা
হবে না সেথা কারোর দেখা।
থাকবেনা সেথা কারোর ছায়া
থাকবেনা কোনো বাড়তি মায়া।
থাকবেনা সেথা কোনো অনুভুতি
দেখাবেনা কেউ সহানুভূতি।
হাসব একা কাঁদব একা
লিখব নিজেই ভাগ্যলেখা।
এমন জায়গা আছে কি কোথাও
হয়ে যেতে চাই সেখানে উধাও।
হতেও পারে সেটা কবরে
বসে আছি আমি সবরে।
01.05.2020
Comments
Post a Comment