প্রিয় নবী, বিশ্বনবী
I Ali
চাঁদের চেয়ে সুন্দর তিনি, আমার নবী বিশ্বনবী
তাঁর নামটি যে জানেনা, তার জীবনে ব্যার্থ সবই।
আমার রবের হাবীব তিনি, মুহাম্মদ তাঁর নাম
সবার হইতে উত্তম তিনি, রহিম হোক বা রাম।
তাঁর আদর্শ সর্বশ্রেষ্ঠ, বিশ্ব শান্তির পথে
সাফল্য তো আসবে নিশ্চিত, আমার রবের হতে।
ভালোবাসি আমি আমার নবীরে, তাঁর প্রতি যে টান
জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, দিয়ে দেবো এ প্রাণ।
তাঁর পথে আমি ইমান এনেছি, নেই তো কোনো ভয়
কতই যালিম আসলো গেলো, আর কতই মহাশয়।
তাঁর জীবনী পড়তে পারো, পাবে তুমি অনেক প্রেরণা
রোজ হাশরে দেখব তাঁরে, ইহাই আমার বাসনা।
Dated:16.01.2021
Comments
Post a Comment