মাঝপথ
I Ali
ব্যস্ত সময় সদা প্রবাহমান, আপন ছন্দের তালে।
তবে, জীবন কখনো থমকে দাঁড়ায়, কঠিন সময় কালে।
জীবন শুরু হয় নানা উপাদানে, আর নানা রকমের পথ
কে বা জানে কোন পথে যাবে, কাজে লাগেনা বোধ।
জীবনের একটা লক্ষ করে ঠিক, এগোই একটু করে
মাঝপথে এসে দিশেহারা হই, যোশ যায় সব ঝরে।
নানা রকমের ব্যস্ততা আসে, আর নানান অজুহাত
চেপে ধরে যেনো একাকীত্ব, পাইনা কারোর সাথ।
নানা চিন্তা মাথায় ঘোরে, আর ব্যার্থ হওয়ার ভয়
নিজেই নিজেই বিভ্রান্ত হই, করি সময়ের অপচয়।
মাঝপথে এসে হাবুডুবু খাই, ছন্দ থাকেনা ঠিক
যতই খুঁজি ততই হারাই, পাইনা খুঁজে দিক।
সদ্য তৎক্ষণাৎ চিন্তা আসে, নতুন শুরু করার
কিছুক্ষণ পর আবার ভয় হয়, ইচ্ছে নাকি মরার!
নতুন করে পথ করলে শুরু, আবার আসবে মাঝপথ
জীবন আবার থমকে দাঁড়াবে, চিন্তায় ভরা অবরোধ।
সময় তো পার হয়েই যাবে, চাইনা কারোর সাথ
রাতের পরে দিন আসবে, আর দিনের পরে রাত।
Dated:16.01.2021
❤️❤️❤️❤️❤️
ReplyDelete💕
Delete