বিচিত্র

I Ali

বিচিত্র এই সভ্য সমাজ, আর বিচিত্র এই দেশ 

নানা রকমের মানসিকতা, আর নানা রকমের বেশ।

যুবক সমাজ বড়ই অসহায়, পথহারাদের দলে 

জীবন যখন গড়ার সময়, তারা নিম্নপথে চলে। 

প্রেমের নামে অন্ধ সবাই, আধুনিকতার দরবারে 

প্রেম না করলে জীবন ব্যার্থ, এই চিন্তা সর্বতরে।

অশিক্ষিতরা করে শিক্ষার কাজ, শিক্ষিতরা খোঁজে চাকরি 

সরকার করে নতুন নিয়ম, আর কৃষকের উপর দাদাগিরি।


আজব হাল এই সভ্য সমাজের, অসভ্যতায় ভরা 

ভালো সাজারই ভান করে সব, নোংরামি করে যারা। 

বলতে গেলেও ভয় লাগে মনে, সবাই নয়তো সমান 

সৎ অসৎ -এ মিশে একাকার, তারই মধ্যে মহান।

একের জন্যে অন্যজন খায় মার, বিনা অপরাধ করেই 

এমন কিচ্ছু চাইনা আমি, তাই তো নিজের তোরেই।

ন্যায় অন্যায় শব্দ মাত্র, সবে কূটনীতি ভরা 

বিচিত্র সব নিয়ম নীতি, অন্ধ হলাম মোরা।

Dated:11.01.2021

 

Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization