Posts

Showing posts from March, 2021

অন্তবিহীন

Image
I Ali অগ্নি বিনা-ই দগ্ধ তুমি, জীবনের মোহ মুক্ত  বেঁচে আছো তুমি উচ্চাশা নিয়ে, কিন্তু বাস্তব বড় শক্ত।  মৃত্যু তো সবার কপালে লেখা, তাই বলে কি বাঁচবে না! হার জিত তো লেগেই আছে, তাই বলে কি লড়বে না! পেছনে ফেলেছো অনেক টা পথ, সামনের দিকে তাকিয়ে  সামনেও দেখো অন্তবিহীন, এক মহা যাত্রা দাঁড়িয়ে।  জীবন অনেক রহস্যময়, ক্ষণে ক্ষণে সে রং বদলায়  জীবনটা তো তারাই বাঁচে, যারা সদাই প্রস্তুত রয়। লক্ষ তোমার দূর দুরন্তে, লম্বা তোমার পথ  সময়ের ন্যায় চলতে থাকো, মানবে না অবরোধ।  'কষ্ট বিনা কেষ্ট মেলে না', ইহাই জীবন বাণী  মাঝপথে তুমি দিশা হারাবে, বাস্তব আমি জানি।  তুমিই তোমার একলা সাথী, আর অসংখ্য মায়াজাল রাস্তা তোমার অন্তবিহীন, ছাড়বে না তো হাল।  সঙ্গী তোমার সত্য সততা, ধৈর্য রাখো মনে  সাফল্য তো তোমার প্রতীক্ষায়, যাত্রার অবসানে।  Dated:29.03.2021  

অন্ধ দিশা

Image
I Ali   বিদ্যাবুদ্ধি আয় করে ভাই যদি না লাগে কাজে,  স্নাতক ছেলের দিনমজুরি, তা কি আর সাজে! দেশের তবে উন্নতি কই, কোথায় দাঁড়িয়ে দেশ  ক্ষুধার জ্বালায় মরছে কত, হিসেব হবে না শেষ।  নেতা মন্ত্রী ক্ষমতাবানরা সদাই থাকেন শীতঘুমে  'ইয়ে করব ওই করব' বুলি ফোটে সেই ভোটের ধুমে। বর্তমানের যুবক সমাজ, কি আর বলব তাদের কথা,  'ব্রেক আপ' নামক রোগে ভুগছে, তাদের মনে বড্ড ব্যথা।  প্রতিটা ধাপেই সাবধান ভাই, জীবন অতি মূল্যবান  একবার যদি ছন্দ হারাও, দিতে হবে তার বিশাল দাম।  অক্ষি যেথা দেখতে সক্ষম, হৃদয় যেথা অন্ধ  এ'পাশ, ও'পাশ, সামনে যাওয়ার সকল রাস্তা বন্ধ।  কখনো সময় গতি বাড়ায়, কখনো আবার থমকে দাঁড়ায়  সবকিছু হয় ওলট পালট, জীবন যেনো তাঁর ছন্দ হারায়।  বিশ্বাস অতি মূল্যবান ভাই, আর সত্য মিথ্যার জাল  আবেগ অনুভূতি ক্ষণিকের মায়া, প্রভাব থাকে অনন্তকাল। Dated:25.02.2021 

The Burning Sun

Image
 I Ali Long far away, o dear sun, you are burning, From the beginning of the universe, you are shining. You are burning for others, light the paths for all to follow, You are with us in winter as well as summer, not like the swallow. O dear sun, you are so hot with a cool personality You are in the side of life though you can destroy, you have that ability. You are burning for us, to continue our life on earth, You make everything visual to us, from the time of our birth. O dear sun, you always guide us on our way, You separate darkness from us, make us hopeful for the next day. O burning sun, you are the inspiration with a selfless attitude An inspiration for the youth to develop their life with full of gratitude An inspiration for the farmers who feed the whole world You teach us how to sacrifice, and how to glitters like gold. I want to be like you, with a satisfaction with my every single breath, I know I can, when my belief will become my faith.

When I see ! 😶

Image
~I Ali Sometimes I blame myself, Sometimes I get angry,  Sometimes I bore with my life, Thinking about those I don't have. Sometimes I become depressed  When something happens wrong with me, Having everyone, I feel lonely.  Whisper myself, "I want a better life, a better life ". But actually these are the selfish desires.  Coming out of my thinking world,  When I see,                      My friends don't have so many opportunities I have, When I see,                       Some of my mates having their duties to feed and support their families.  When I see,                       The homeless workers work a whole day for their two times meals, When I see,                       The poorly sick human beings lying in the street in wint...