অন্তবিহীন
I Ali
অগ্নি বিনা-ই দগ্ধ তুমি, জীবনের মোহ মুক্ত
বেঁচে আছো তুমি উচ্চাশা নিয়ে, কিন্তু বাস্তব বড় শক্ত।
মৃত্যু তো সবার কপালে লেখা, তাই বলে কি বাঁচবে না!
হার জিত তো লেগেই আছে, তাই বলে কি লড়বে না!
পেছনে ফেলেছো অনেক টা পথ, সামনের দিকে তাকিয়ে
সামনেও দেখো অন্তবিহীন, এক মহা যাত্রা দাঁড়িয়ে।
জীবন অনেক রহস্যময়, ক্ষণে ক্ষণে সে রং বদলায়
জীবনটা তো তারাই বাঁচে, যারা সদাই প্রস্তুত রয়।
লক্ষ তোমার দূর দুরন্তে, লম্বা তোমার পথ
সময়ের ন্যায় চলতে থাকো, মানবে না অবরোধ।
'কষ্ট বিনা কেষ্ট মেলে না', ইহাই জীবন বাণী
মাঝপথে তুমি দিশা হারাবে, বাস্তব আমি জানি।
তুমিই তোমার একলা সাথী, আর অসংখ্য মায়াজাল
রাস্তা তোমার অন্তবিহীন, ছাড়বে না তো হাল।
সঙ্গী তোমার সত্য সততা, ধৈর্য রাখো মনে
সাফল্য তো তোমার প্রতীক্ষায়, যাত্রার অবসানে।
Dated:29.03.2021
Comments
Post a Comment