অন্ধ দিশা


I Ali 

বিদ্যাবুদ্ধি আয় করে ভাই যদি না লাগে কাজে, 

স্নাতক ছেলের দিনমজুরি, তা কি আর সাজে!

দেশের তবে উন্নতি কই, কোথায় দাঁড়িয়ে দেশ 

ক্ষুধার জ্বালায় মরছে কত, হিসেব হবে না শেষ। 

নেতা মন্ত্রী ক্ষমতাবানরা সদাই থাকেন শীতঘুমে 

'ইয়ে করব ওই করব' বুলি ফোটে সেই ভোটের ধুমে।

বর্তমানের যুবক সমাজ, কি আর বলব তাদের কথা, 

'ব্রেক আপ' নামক রোগে ভুগছে, তাদের মনে বড্ড ব্যথা। 


প্রতিটা ধাপেই সাবধান ভাই, জীবন অতি মূল্যবান 

একবার যদি ছন্দ হারাও, দিতে হবে তার বিশাল দাম। 

অক্ষি যেথা দেখতে সক্ষম, হৃদয় যেথা অন্ধ 

এ'পাশ, ও'পাশ, সামনে যাওয়ার সকল রাস্তা বন্ধ। 

কখনো সময় গতি বাড়ায়, কখনো আবার থমকে দাঁড়ায় 

সবকিছু হয় ওলট পালট, জীবন যেনো তাঁর ছন্দ হারায়। 

বিশ্বাস অতি মূল্যবান ভাই, আর সত্য মিথ্যার জাল 

আবেগ অনুভূতি ক্ষণিকের মায়া, প্রভাব থাকে অনন্তকাল।

Dated:25.02.2021 


Comments

Popular posts from this blog

Love ❤

মাঝপথ

Civilization