ক্ষুধাতুর



~I Ali         


কেউ আছি মোরা, অনেক পেয়েও দুঃখী, 

আবার আছি কেউ, অল্প নিয়েই সুখী;

কাহারো কাহারো সেই অল্পই জোটা ভার, 

সবুরের এই দীর্ঘ যুদ্ধে ক্রমে ক্রমে মানে হার। 

মিথ্যা আশায় মন ভরে ঠিকই, পেট থেকে যায় ক্ষুব্ধ, 

স্বার্থান্বেষি এই বদ্ধ সমাজে তারা ক্ষুধার জ্বালায় দগ্ধ। 


সমাজ নাকি উন্নয়নশীল, প্রাচীন থেকে নবীন যুগ 

ইতিহাস তো সাক্ষী হয়ে আছে, নিয়ম নীতি সব অহেতুক। 

সুখ দুঃখ অসুস্থতা, এই নিয়েই তো মধ্যবিত্ত 

গরিব দুঃখী তো আরোই অসহায়, স্মরণেই আঁখি অশ্রুসিক্ত।

নুন আনতে পান্তা ফুরায়, "দিন আনি আর দিন খাই"

কাহারো কপালে তাও জোটে না, ক্রমাগত চলে বাঁচার লড়াই। 


সবুর করেই দিন কেটে যায়, সবুরের মেওয়া ফলে না 

অভাব থেকে যায় অন্ধকারেই, আশার দ্বীপ তো জ্বলে না। 

অভাবে নাকি স্বভাব নষ্ট, বাংলা প্রবাদ সবার জানা 

স্বাধীন দেশে কেনো তবে অরাজকতা, সাম্যে সবার কেনো মানা?

রাজার ঘোরে রাজা জন্মে, আর প্রজার ঘোরে প্রজা

গরিব হওয়া এক ভাগ্যের দোষ, বেকার হওয়া এক সাজা।

                                                        

Dated:22.06.2021


Comments

Popular posts from this blog

You are Beautiful!

When will we meet!?

Want to be!