Posts

Showing posts from August, 2020

Unexpected

Image
    Maybe don't believe but it's real.  In a matter of moments, people's lives can be turned upside down.  People's thoughts can be reversed in the moment of judgment.  Emotional consciousness can change in a few moments and take on new forms.  How much it will change now depends on the surrounding nature and conditions.  This change can be both good and bad.     Everyone has probably heard of thieves, robbers, murderers, traitors, oppressors, such professional people.  This story is about a man named Alim, who was a robber, oppressor and murderer.  He did not even bother to kill his own father.  Looting of innocent people, oppression of women and killing were his daily occupations.  He may have passed a century in the murder.  Of course, he is not alone, his partner Limon was always with him.  This is how he spent his early thirty years.     Thus, on a lonely night, he attacked a house owned by Rauf....

হত্যা

Image
 পৃথিবীতে এখন নৃশংসতা ,সবই ইবলিশের পদতলে ধিক ,শতধিক মোরে ,আমিও সেই নৃশংস মানুষেরই দলে। একটি দেহে দুইটি প্রাণ , সে ছিলো নাকি অন্ত:সত্তা  হত্যা করলো খাদ্য দিয়ে ,এই তো এখন মানবতা। সে করেছিল একটাই অপরাধ ,নরজাতিকে বিশ্বাস মানুষ সালা এমনই ডাকাত ,কেড়ে নিল তার নিশ্বাস। হে প্রকৃতি এ তোমার কেমন বিচার কেনো দাওনি সবাইকে সমান অধিকার?                                       By I Ali 04.06.2020

তাণ্ডব

Image
চারিদকে শুধু বিপদ আতঙ্ক ,হায়রে জীবন বঙ্গ মানুষ এখন খুবই অসহায় ,করছে প্রকৃতি রঙ্গ। স্তম্ভিত এখন সারাবিশ্ব ,করোনারই মৃত্যু লীলায় দিন কাটছে কোনো রকমে ,অসহায়দের প্রাণ যায় যায়। তবুও দেশে হিন্দু-মুসলিম , politics-এর দরাদরি সরকার নাকি নিরুপায় এখন ,করছে তারা হেরাফেরী। দেশে থেকেও বিদ্বশি তারা, শ্রমিকদের দিকে দেখো চেয়ে ঘর থেকেও বেঘর তারা,মরছে কত,না খেতে পেয়ে। কোরোনা এলো, এলো ভূমিকম্প, তারপর এলো ঘূর্ণিঝড়  ইতিহাস হয়ে থাকবে বছর, বাঁচতে হলে লড়াই কর। কাঁপল সাগর,উঠলো ঝড়, নাম দিল তার আম্ফান দুই বাঙ্লায় পড়ল প্রকোপ, জানিনা হারাল যে কত প্রাণ। যারা খেতে পায় ভিক্ষা করে, যাদের কোনো ঠিকানা নাই  এমন তাণ্ডব-দুর্যোগে কি তারা পেয়েছে মাথা গোঁজার ঠাই? (রাজ্য)শেষে করলো চেষ্টা ,সরাল উপকূল মানুষজন কোথা হিন্দু ,কোথা মুসলিম ,নিরুপায় সবাই এখন আপনজন। “বিজ্ঞানে অজ্ঞান তুই,করে যাস ভুল; প্রকৃতি রহস্যময়ী নাই তার কূল ভাঙ্গাগড়া তার লীলা, স্থিতিলয় তার খেলা, মানুষ তাহার হাতে খেলার পুতুল"   By I Ali   21.05.2020

বন্ধুবাঁক

Image
    ইমন ছেলেবেলা থেকেই খুব ভাবুক প্রকৃতির। তার সমস্ত মন জুড়ে অধিকার করে আছে গ্রামজীবন আর গ্রামে কাটানো নানান স্মৃতি অনুসঙ্গ। বিশেষত নিজের ছাত্রজীবনের ছোটো ছোটো দুঃখকথা, মানবিক আবেগ, আজ হয়তো যাকে নিয়ে স্মৃতিচারণ করা অন্যের কাছে মনে হবে অলস স্মৃতিচারিতা ছাড়া আর কিছু নয়। তবে তার স্মৃতির মধ্যে ফারুক নাম টা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান। ফারুকের সাথে তার বন্ধুত্বের সূচনা কবে হয়েছিল তা হয়তো কেউ জানে না, তবে যে ঘটনাটি তাদের খুব কাছে এনে দিয়েছিল তা ইমন ভোলেনি।     ইমনের পরিবারে কোনো উচ্চশিক্ষিত ব্যাক্তি না থাকলেও তারা তার পড়াশুনার দিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। আর ইমন যে পড়াশুনায় খুব ভালো বা খারাপ ছিলো তা না, মোটামুটি মানের একটা স্থানে ছিলো। অন্যান্য বিষয় ভালো ভাবে বুঝলেও বিজ্ঞান আর গনিত ছিলো তার জাত শত্রু। বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক আর গণিত শিক্ষকদের মনে হত বদ্ধ পাগল যারা জা তা নিয়ে শুধু বকাবকি করে। সে গণিত, বিজ্ঞান বই কিনতেও চাইত না আর পড়তোও না।     এইভাবেই প্রাইমারির গন্ডি পার হয় আর হাই স্কুল এ দিনযাপন শুরু হয়।এইভাবেই চলতে থাকে সেখানেও।কোনো মতো ক্লাস ফাইভ, সিক্স ...

Civilization

Image
That was a dark, extremely dark night and secluded area and the lonely sea Suddenly a flock of birds arose, they had started up a long journey. As the time passed, they continued their journey on their long way They flew in the open sky with the white clouds flying, and the running tide in its own way.  They had flown over the long sea, with the wind’s song and their wings shaking  Overcoming the dark blue mists on the sea’s face and a grey dawn breaking.  Then the flock arrived to a green valley full of luscious fragrance of the flowers  The insects were humming and the grasshopper sang songs where the people gathers. The people were living happily, helping each other with a great communication  They felt and also loved the nature and also used the nature without any destruction . The birds flew over the green mountain, seeing the various animals, and all the humans like brothers  As their life's most persistent and urgent question was, 'What are you doing...