Posts

Showing posts from November, 2020

পীড়ন বৃথা

Image
I Ali   জীবন তো শুরুই হয় কান্না দিয়ে, ধীরে ধীরে বড়ো হই, হাসতে শিখি, বুঝতে শিখি, তবু জীবন কান্নাটাকে আকড়ে ধরে থাকে। কারনে-অকারনে মুষড়ে যাই, মন খারাপের দিন অতিতকে ভাবতে শুরু করি, তাতে, মন খারাপটা  আরো বেড়েই যায়। জানিনা কারণ মন খারাপের, তবু আজ মনে করি সেই অদুর অতিত আর সেই অতিতে পাওয়া-না পাওয়া কতো স্মৃতি। ভালো লাগে তাই একা থাকতে, একাকীত্বই আমার সাথী, প্রিয় সাথী, সবাই এসে চলে যায়, কিন্তু একাকীত্ব থেকেই যায়। হটাৎ মনে প্রশ্ন জাগে,  কী এই অনুভুতি, কেনো এসব ভাবনা চিন্তা, যা কিছুই হোক, জীবন তো সদা প্রবাহমান। নিজেই নিজেকে সামলে নিই, অতিত চলে গেছে, ভবিষ্যত কে জানে, এই দুই বিষয় নিয়ে বর্তমানকে কষ্ট দেওয়া বৃথা। 🍃🍁🍂 Dated:28.11.2020  

গুপ্তকথা

খাদিজা  খাতুন বহুদিন খুজিনি ঝিনুক সমুদ্র তলে                     মরিচিকার পিছনে ছুটছিলাম কোনো অজানা তালে                রূক্ষ্ম মরুভূমির তপ্ত বালিতে ঘন অন্ধকার শ্বাসরুদ্ধ সমুদ্র গভীরে জীবনের সমস্ত হাসি গেছে ফুরিয়ে ক্লান্ত আমি  আজ হাসির খোরাক জোগাড়ে । ব্যর্থ আমি বঞ্চিত আমি সেই ঝিনুক উপার্জনে এত কাছে এসেও পাইনা যখন সর্বসুখ আজ দিলাম বিলিয়ে তুমিই সুখে থাকো আমার লুন্ঠন সুখ নিয়ে । কথা দিলাম তোমায় সব সুখ এনে দেব তোমার পায় । বাড়াবোনা হাত আর সেই ঝিঁনুক পানে যদিও সে ভুল বুঝে ঘৃণা করে আমারে । আমার চাঁদনী রাত বিদায় নিল । আমার স্বপ্ন খাতা পুড়ে  ভস্ম হল । দৃশ্যহীন চিত্র আমার গুপ্ত থাকুক প্রার্থনা করি তোমার জীবন সুখে ভরে উঠুক ।

দ্বারস্থ

Image
 বিশ্বে বিশাল মহামারী, মানুষ যেন আজ নগণ্য প্রকৃতি মা তো সেরে উঠছে, বেড়ে উঠছে সবুজ অরণ্য ।  কমে গেছে সব যন্ত্র দূষণ, কমে গেছে সেই বিষ বায়ু কমে গেছে সব ভিড়-কোলাহল, প্রকৃতি পেয়েছে দীর্ঘায়ু । কতই না সুন্দর দৃশ্য প্রকৃতির, করতে পারো যদি অনুভব সেসব কে মানুষ উপেক্ষা করে, আর নানা নোংরামি যত সব ।। আসে না কো কিছু লিখতে বসে, কলম যেন আজ ক্লান্ত বাস্তবতা পাই না খুঁজে, সব যেন আজ ভ্রান্ত । ব্যস্ত বছর, ব্যস্ত সময়, ব্যস্ত সবাই আপন পানে সবাই এখন নিজের মতো, নড়ে না তো মন কারোর টানে । চারিদিকে কতো ন্যায়-অন্যায়, ঘটছে কতো অঘটন  চুরি-ডাকাতি, মানুষ হত্যা আর মাতৃ জাতের ধর্ষণ ।। মানবতা যেন বিপন্ন আজ, নেই তো কারোর হুঁশ জনসংখ্যা বাড়ছে উচ্চহারে, কমছে সংখ্যায় মানুষ । ধনী-গরিবে যেন আকাশ পাতাল, এমনই এখন যুগ স্বাধীনতাও কিনতে হয় টাকা দিয়ে, টাকাই এখন সুখ । ধর্মের নামে জাতি ভেদাভেদ, ইহাই কূটনীতির ব্রহ্মাস্ত্র কঠিন সত্য বড়ই অসহায়, একমাত্র প্রকৃত শিক্ষার দ্বারস্থ । By I Ali Dated:04.11.2020

The Bed Under the Ground

Image
One day I have to die, One day I have to lie On the bed under the ground. No one can cure my pain, No one can bring me again From the lap of death from under the ground.   I will have a lonely leave, There I will have nothing to achieve Lying calmly on my bed under the ground. I am not afraid of that sleep, That will be the better place, as I believe Where I will lie in peace under the ground.   No any tension and no any problem to face, I will have only peace and peace and peace Lying on the bed out of the world under the ground. I will blend in with the nature, I will be considered as a heavenly creature With my sweet eternal sleep on the bed under the ground. By I Ali Dated:21.11.2020

তোমার প্রতি

Image
 কেমনে কাটিবে দিন, কেমনে কাটিবে এই বিরহ, কেমনে সামলাইব আপনে, কেমনে কাটাইব এই মোহ! দেখিয়াছি যবে তোমার অক্ষিদ্বয়, জ্বল জ্বল করিয়া জ্বলে শান্ত তোমার ওই নিষ্পাপ দৃষ্টি, অন্তর গভীরে দাগ কাটিয়া চলে। জানিনা, কী এই গোপন আবেগ, কোথা হইতে ইহার সৃষ্টি সর্বজগৎ অদ্য অবিন্যস্ত, কষ্টও যেন অনুভুত হয় মিস্টি।। মেহেন্দি রাঙা সেই তোমার হস্ত, কলাশিল্পের যেন এক গর্ব তোমার রূপে মিশিয়া একাকার স্বর্গ, পাতাল ও মর্ত্য। ওষ্ঠকোনে তোমার লাজুক হাসি, যায় কি কভু ভুলানো  মাথায় কালো উন্মীলিত কেশ, বক্ষদেশে ঝুলানো। মিষ্টি তোমার সুরেলা কন্ঠ, আর কথায় প্রকাশ্য সততা বাস্তব তোমার চিন্তা ভাবনা, আর অন্তরে  মুক্ত মানবতা।। হইতাম যদি আমি প্রবাহিত বায়ু, করিতাম তোমায় স্পর্শ  দিতাম তোমায় ঠান্ডা অনুভুতি, মনোরম গোটা বর্ষ। হইতাম যদি তোমার পায়ের নুপুর, হইতো না তো মন্দ তোমার গতির সাথে সুর মিলাইতাম, আর পায়ের  সাথে ছন্দ। হইতাম যদি তোমার গলার লকেট , তোমার বক্ষে থাকিতাম পড়ে  তোমার হৃদ্স্পন্দনে বাঁচিয়া উঠিতাম,  আর প্রাণ পাইতাম  ধড়ে।। মানুষের রঙে রঙিন তুমি, আর কপালে কালো টিপ তোমার আগমনে আলোকিত আমি, আর জ্বলিয়...