পীড়ন বৃথা
I Ali জীবন তো শুরুই হয় কান্না দিয়ে, ধীরে ধীরে বড়ো হই, হাসতে শিখি, বুঝতে শিখি, তবু জীবন কান্নাটাকে আকড়ে ধরে থাকে। কারনে-অকারনে মুষড়ে যাই, মন খারাপের দিন অতিতকে ভাবতে শুরু করি, তাতে, মন খারাপটা আরো বেড়েই যায়। জানিনা কারণ মন খারাপের, তবু আজ মনে করি সেই অদুর অতিত আর সেই অতিতে পাওয়া-না পাওয়া কতো স্মৃতি। ভালো লাগে তাই একা থাকতে, একাকীত্বই আমার সাথী, প্রিয় সাথী, সবাই এসে চলে যায়, কিন্তু একাকীত্ব থেকেই যায়। হটাৎ মনে প্রশ্ন জাগে, কী এই অনুভুতি, কেনো এসব ভাবনা চিন্তা, যা কিছুই হোক, জীবন তো সদা প্রবাহমান। নিজেই নিজেকে সামলে নিই, অতিত চলে গেছে, ভবিষ্যত কে জানে, এই দুই বিষয় নিয়ে বর্তমানকে কষ্ট দেওয়া বৃথা। 🍃🍁🍂 Dated:28.11.2020