Posts

Showing posts from January, 2021

Endless

Image
  I Ali We don't know,  The beginning of time and its birth.  We don't know,  How long there is life on the earth.  We don't know,  Will the world be alive or not after a century? We don't know, Shall we be written or not in the history? We don't know,  The difference between the truth and the lie. But we know,  we all are mortal and we have to die. Yet we will dream for a beautiful world, We will sacrifice our tear and sweat for the future world, We will leave an endless dream for our next generation. Dated:24.01.2021    

বিচিত্র

Image
I Ali বিচিত্র এই সভ্য সমাজ, আর বিচিত্র এই দেশ  নানা রকমের মানসিকতা, আর নানা রকমের বেশ। যুবক সমাজ বড়ই অসহায়, পথহারাদের দলে  জীবন যখন গড়ার সময়, তারা নিম্নপথে চলে।  প্রেমের নামে অন্ধ সবাই, আধুনিকতার দরবারে  প্রেম না করলে জীবন ব্যার্থ, এই চিন্তা সর্বতরে। অশিক্ষিতরা করে শিক্ষার কাজ, শিক্ষিতরা খোঁজে চাকরি  সরকার করে নতুন নিয়ম, আর কৃষকের উপর দাদাগিরি। আজব হাল এই সভ্য সমাজের, অসভ্যতায় ভরা  ভালো সাজারই ভান করে সব, নোংরামি করে যারা।  বলতে গেলেও ভয় লাগে মনে, সবাই নয়তো সমান  সৎ অসৎ -এ মিশে একাকার, তারই মধ্যে মহান। একের জন্যে অন্যজন খায় মার, বিনা অপরাধ করেই  এমন কিচ্ছু চাইনা আমি, তাই তো নিজের তোরেই। ন্যায় অন্যায় শব্দ মাত্র, সবে কূটনীতি ভরা  বিচিত্র সব নিয়ম নীতি, অন্ধ হলাম মোরা। Dated:11.01.2021  

মাঝপথ

Image
I Ali ব্যস্ত সময় সদা প্রবাহমান, আপন ছন্দের তালে। তবে, জীবন কখনো থমকে দাঁড়ায়, কঠিন সময় কালে। জীবন শুরু হয় নানা উপাদানে, আর নানা রকমের পথ কে বা জানে কোন পথে যাবে, কাজে লাগেনা বোধ।  জীবনের একটা লক্ষ করে ঠিক, এগোই একটু করে মাঝপথে এসে দিশেহারা হই, যোশ যায় সব ঝরে। নানা রকমের ব্যস্ততা আসে, আর নানান অজুহাত  চেপে ধরে যেনো একাকীত্ব, পাইনা কারোর সাথ। নানা চিন্তা মাথায় ঘোরে, আর ব্যার্থ হওয়ার ভয়  নিজেই নিজেই বিভ্রান্ত হই, করি সময়ের অপচয়।  মাঝপথে এসে হাবুডুবু খাই, ছন্দ থাকেনা ঠিক  যতই খুঁজি ততই হারাই, পাইনা খুঁজে দিক। সদ্য তৎক্ষণাৎ চিন্তা আসে, নতুন শুরু করার  কিছুক্ষণ পর আবার ভয় হয়, ইচ্ছে নাকি মরার! নতুন করে পথ করলে শুরু, আবার আসবে মাঝপথ জীবন আবার থমকে দাঁড়াবে, চিন্তায় ভরা অবরোধ।  সময় তো পার হয়েই যাবে, চাইনা কারোর সাথ রাতের পরে দিন আসবে, আর দিনের পরে রাত। Dated:16.01.2021

প্রিয় নবী, বিশ্বনবী

Image
I Ali চাঁদের চেয়ে সুন্দর তিনি, আমার নবী বিশ্বনবী  তাঁর নামটি যে জানেনা, তার জীবনে ব্যার্থ সবই।  আমার রবের হাবীব তিনি, মুহাম্মদ তাঁর নাম সবার হইতে উত্তম তিনি, রহিম হোক বা রাম।  তাঁর আদর্শ সর্বশ্রেষ্ঠ, বিশ্ব শান্তির পথে  সাফল্য তো আসবে নিশ্চিত, আমার রবের হতে।  ভালোবাসি আমি আমার নবীরে, তাঁর প্রতি যে টান  জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, দিয়ে দেবো এ প্রাণ।  তাঁর পথে আমি ইমান এনেছি, নেই তো কোনো ভয়  কতই যালিম আসলো গেলো, আর কতই মহাশয়।  তাঁর জীবনী পড়তে পারো, পাবে তুমি অনেক প্রেরণা  রোজ হাশরে দেখব তাঁরে, ইহাই আমার বাসনা। Dated:16.01.2021  

There was a dream

Image
I Ali So many times ago There was a dream In my mind. That was not only a dream, But a feeling, an aim, an inspiration.  But I had lost it, It is now meaningless to me. I couldn't find a direction  To give an effort to that dream, To push it out towards its goal. Now it is only a memory, An unsuccessful story in my life,  Full of pain and unfilled desire.  If I had tried, It would have been true But I had destroyed it myself.  It is also a life lesson,  A lesson for my future  That sometimes makes me weak And sometimes makes me stronger.  Dated:13.01.2021