ইমন ছেলেবেলা থেকেই খুব ভাবুক প্রকৃতির। তার সমস্ত মন জুড়ে অধিকার করে আছে গ্রামজীবন আর গ্রামে কাটানো নানান স্মৃতি অনুসঙ্গ। বিশেষত নিজের ছাত্রজীবনের ছোটো ছোটো দুঃখকথা, মানবিক আবেগ, আজ হয়তো যাকে নিয়ে স্মৃতিচারণ করা অন্যের কাছে মনে হবে অলস স্মৃতিচারিতা ছাড়া আর কিছু নয়। তবে তার স্মৃতির মধ্যে ফারুক নাম টা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান। ফারুকের সাথে তার বন্ধুত্বের সূচনা কবে হয়েছিল তা হয়তো কেউ জানে না, তবে যে ঘটনাটি তাদের খুব কাছে এনে দিয়েছিল তা ইমন ভোলেনি। ইমনের পরিবারে কোনো উচ্চশিক্ষিত ব্যাক্তি না থাকলেও তারা তার পড়াশুনার দিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। আর ইমন যে পড়াশুনায় খুব ভালো বা খারাপ ছিলো তা না, মোটামুটি মানের একটা স্থানে ছিলো। অন্যান্য বিষয় ভালো ভাবে বুঝলেও বিজ্ঞান আর গনিত ছিলো তার জাত শত্রু। বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক আর গণিত শিক্ষকদের মনে হত বদ্ধ পাগল যারা জা তা নিয়ে শুধু বকাবকি করে। সে গণিত, বিজ্ঞান বই কিনতেও চাইত না আর পড়তোও না। এইভাবেই প্রাইমারির গন্ডি পার হয় আর হাই স্কুল এ দিনযাপন শুরু হয়।এইভাবেই চলতে থাকে সেখানেও।কোনো মতো ক্লাস ফাইভ, সিক্স ...
I Ali ব্যস্ত সময় সদা প্রবাহমান, আপন ছন্দের তালে। তবে, জীবন কখনো থমকে দাঁড়ায়, কঠিন সময় কালে। জীবন শুরু হয় নানা উপাদানে, আর নানা রকমের পথ কে বা জানে কোন পথে যাবে, কাজে লাগেনা বোধ। জীবনের একটা লক্ষ করে ঠিক, এগোই একটু করে মাঝপথে এসে দিশেহারা হই, যোশ যায় সব ঝরে। নানা রকমের ব্যস্ততা আসে, আর নানান অজুহাত চেপে ধরে যেনো একাকীত্ব, পাইনা কারোর সাথ। নানা চিন্তা মাথায় ঘোরে, আর ব্যার্থ হওয়ার ভয় নিজেই নিজেই বিভ্রান্ত হই, করি সময়ের অপচয়। মাঝপথে এসে হাবুডুবু খাই, ছন্দ থাকেনা ঠিক যতই খুঁজি ততই হারাই, পাইনা খুঁজে দিক। সদ্য তৎক্ষণাৎ চিন্তা আসে, নতুন শুরু করার কিছুক্ষণ পর আবার ভয় হয়, ইচ্ছে নাকি মরার! নতুন করে পথ করলে শুরু, আবার আসবে মাঝপথ জীবন আবার থমকে দাঁড়াবে, চিন্তায় ভরা অবরোধ। সময় তো পার হয়েই যাবে, চাইনা কারোর সাথ রাতের পরে দিন আসবে, আর দিনের পরে রাত। Dated:16.01.2021
~Ali Listen to me, o my dear! I know I am not the one you like, I know I am not the one you miss, I know I am not the one you trust, I know I am not the one you feel, I know I am not the one you love, I am no one in existence but myself. Life, it is a test in the prison of creation, It is death that defines the value of our entire life. Every soul shall have a taste of death, If today is my last night, I am not afraid. I have lived my own life on my own way, On the way of truth, with a peaceful mind. If I die today, I have a smile on my face, I have faith on my lord, I have so much love in my heart. The only one He knows how much I love you, The only one He knows how much I miss you. Wherever you are, whatever you do, be in love, Just make a prayer for me, just make a smile for me. ( * ‿ * )
Comments
Post a Comment