Posts

Showing posts from September, 2020

বালের Life

Image
এইতো ছিলাম, ছোটো ছিলাম, ছিলো কতো আশা, লেখা-পড়া করব অনেক, হবো পূর্ণ জ্ঞানে ঠাসা। বড়ো হবো অনেক বড়ো, কিনব নতুন গাড়ি বাড়ির অভাব দুর করব, গড়বো বড়ো বাড়ি। কষ্টের পরে সুখ আনব, তাদের উজ্জল করে মুখ আমার সাফল্যে গর্ব করে, তাদের চওড়া হবে বুক।। কিন্তু, কোথায় সেসব সপ্ন, সেসব তো শুধুই কল্পনা আরও কতো মনে গাঁথা ছিলো, থাক সেসব আর বলবনা । সপ্ন হয়তো সত্যি হতো, যদি না যেতাম বাঁকা পথে আরও যদি কষ্ট করতাম, শুনতাম যদি অন্তর হতে। এখনও তো অনেক তা পথ, সামনে আছে পড়ে  এখন নাহয় করি চেষ্টা, যদি ভাগ্যের চাকা ঘোরে।। ধুর, কষ্ট করেও কিচ্ছু হবে না, এমনই এখন বাস্তবতা সামনে দেখোনা কতই বেকার, যদিও আছে যোগ্যতা। কতো কষ্ট, কতো শ্রম, করে গেলোই না কতো চেষ্টা যোগ্যতা নয়, এখন টাকার দরকার, নইলে মেটেনা ওদের তেষ্টা। চলছে এখন ঘুষের রাজ্য, বাড়ছে পার্টির অন্ধ-ভক্ত সত্য-মিথ্যা মিশে একাকার, বাড়ছে সাথে বেকারত্ব।। যা-ও একটু সুযোগ ছিলো, একটু আকটু মানবতা তা-ও এখন বন্ধ হলো, চারিদিকে দুর্যোগ বিপন্নতা। টাকা দেবো ঘুষ, নেব চাকরি, বাবার অত নাই তো ধন আছে নানা অবহেলা আর বিষণ্ণতা, নানা দুশ্চিন্তায় ভরা মন। এতো চিন্তা, এতো depression, সব থেকে মুক্তি ...

বাস্তববাদী

Image
কল্পনাটা খুবই সহজ, বাস্তবটা বড়ই কঠিন। তবু আমরা বাস্তববাদী। বেকার বসে থাকা গ্রাজুয়েট ছাত্র মূর্খ বলে বিবেচিত, আর এইট পাস করা চাকরিওয়ালা বিশাল পন্ডিত। এটাই বাস্তব আর আমরা বাস্তববাদী। সকালবেলা ধর্মনিরপেক্ষতার গান নিয়ে বাড়ি থেকে বেরই, আর সন্ধেবেলা ধর্ম নিয়ে চেঁচামেচি মারামারি করে  বাড়ি ফিরি। এটাই চিরন্তন বাস্তব আর আমরা বাস্তববাদী। শৈশবকালে ভাইবোনদের একটু আঘাত লাগলে আমাদের নিজের গায়ে অনুভব করি আর বড়ো হলে কে কার কে। একজন অন্যজনের ভালো দেখলে গা জ্বলে। বিয়ের পর বাবা -মায়ের স্থান বৃদ্ধাশ্রমে। এটাই তো এখন বর্তমান বাস্তব। আর আমরা সেই বাস্তব মেনে চলা বাস্তববাদী। মেয়ের জন্য সরকারী চাকরি করা পাত্র খুজি। মেয়ে চাকরি করলে সেটা সমাজ বিরোধী। তাই আমরা সমাজ বাস্তবতা মেনে চলি। আমরা বাস্তববাদী। বিদেশিদের থেকে বিদ্রোহ করে স্বাধীনতা পেলাম। আমরা স্বাধীন। তবু বাস্তবতা টাকে বজায় রেখেছি। শক্তিশালী সর্বদা দুর্বল কে শোষণ ও শাসন করবে। এখানে প্রতিভার কোনো দাম নেই। যে একবার উপরে উঠে গেছে তার বংশধররাই গদি ধরে বসে থাকবে। এটাই তো বাস্তবতার নিয়ম।আর আমরা বাস্তব বাদী। অত্যাচারের বিরুধ্যে রুখে দাড়াই আমরা। অত্যাচারিকে সহান...

উপসংহার

Image
 জীবনের দিকে দেখো তাকিয়ে, কিসের প্রতি বেশি ভক্তি সব ছেড়ে তা ভালো লাগে খুবই, সেটাই কি তাহলে আসক্তি? নানা মানুষের নানা মনোভাব, নানা রকমের চাহিদা কেউ তো সদাই ঘুমের মধ্যে, কারোর পেটে ক্ষুধা। কেউ বা বসে অতৃপ্ত মনে, নানা রকমের অপুর্ন আশা কারোর জীবন অন্ধকারে, জীবনের প্রতি মিথ্যা ভালোবাসা। সত্যের থেকে মিথ্যা ভালো, তাহার থেকেও কাল্পনিক কেউ তো আবার নেশার ঘরে, নেই ভারসাম্য মানসিক। বাস্তবতাকে কজন মানে, সবাই চলে নিজের সুরে কেউ চায়না যেতে কষ্ট করে, পথটি ধরে ওইযে দুরে। জীবন গড়ার মাল-মশলা দাড়িয়ে আছে চুপটি করে অপেক্ষায শুধু এমনজনের, যাবে এগিয়ে হাতটি ধরে। দুনিয়াটা বড়ই কঠিন, বাঁচতে চাইলে সুখে সবাই আছে নিজের দুঃখে, যে যাই বলুক মুখে। ‘সত্য’, ‘সত্য’ এখন শব্দমাত্র, এর নেই তো কোনো মূল্য সন্দেহে ভরা জীবন এখন, সন্দেহেরই প্রাচুর্য। উপরওয়ালা বানিয়েছে মোদের, দিয়েছে সাথে অনুভূতি বেঁচে থেকে কি লাভ, যদি না পাই কারো সহানুভুতি। সমাজ এখন রোগাচ্ছন্ন, ব্যাস্ত সবাই আপনপানে অন্যের কথা ভেবে কি লাভ, এই ভাবনা সবার মনে। ভাইয়ে ভাইয়ে হিংসা ভরা, পরিবার যেথা অশান্ত যেতে চাই চলে অনেক দুরে, হয়ে গেছি বড়ো ক্লান্ত। সত্যি কথা বলতে গে...

The Inner You

Image
If you want to see the truth of the inner you  If you want to know yourself what you never knew  Then you should be alone with a relaxed mind  And with a deep thinking, you can realize looking behind.  Make a comparison between your present and the past  And think what you feel pleasant and want to do till the last. Have you succeeded or failed, that doesn’t matter  The thing is all about what you have learned from the creator.  Question yourself, “who and why you are?”, why do you shrink?  Believe in yourself, you are so stronger than you can ever think. Now let forget what the other people think about you Just think who are against you,  the whole world or only a few. Accepting the honest truth, make a judgment on yourself  Never lose your hope, whether you get or not, others help.  If you choose the way what your inner you want  Then the longest and painful way may be in your front.  There you may have to sacrifice goin...

Nature

Image
 Save the nature, save the world Love the nature, love the green Walk in straight way, all you win Make the life honest, heart of gold. Don't blame anybody, help everyone  Don't hate anyone, love the poor That lifestyle will opens the heavens door Others may say anything, you the different one. Look at the nature, try to feel them They always help us, without any reward  Go on with their moral, do the same Become the inspiration, try to be forward  It is the whole life, not a game Practice the real truth, not eternal words. By I Ali 16.06.2020 ☘

ছদ্মবেশী

Image
 বিশ্বটা এখন রঙ্গমঞ্চ,নাট্যকার-এ পূর্ণ, নেই হয়তো আর সত্যবাদি, মানবতা ভেঙে চূর্ণ। সবাই এখন স্বার্থপর আর অন্যের কাছে ছদ্মবেশী প্রয়োজন ছাড়া চেনে না কাউকে, হোক না মাসি-পিসি। এমন কত ঘটনা নেবে, গল্প বলে হবেনা শেষ, অন্তরে তিতা মুখে মিষ্টি, ধরেছে সবাই ছদ্মবেশ। By I Ali 31.08.2020

গুরু

Image
কৃতজ্ঞতা সহ প্রণাম নেবেন, আপনি আমার গুরু আপনার হাতটি ধরেই তো আমার শিক্ষা জীবন শুরু। আপনিই দেখালেন বিশ্বজগৎ, শেখালেন সত্য বলা বাস্তবতা কে মানতে শেখালেন, আর সত্যের পথে চলা। আপনিই শেখালেন ন্যায় অন্যায়, সমাজ বাস্তবতা হিন্দু-মুসলিম মোরা ভাই ভাই, আর মুক্ত মানবতা। অজানা কতো  তথ্য জানলাম, আপনার হাতটি ধরেই অনেক কিছু জানা হয়ে গেলো বইকি, তবু আপনার তরেই। আপনি দিয়েছেন অনুপ্রেরণা, আর দিয়েছেন ধৈর্যশক্তি অহেতুক চিন্তা বিষণ্ণতা থেকে, দিয়েছেন সচ্ছ মুক্তি। প্রকৃতি মা কে বুঝতে শেখালেন, আর অন্যের প্রতি ভালবাসা সফলতার পথ দেখালেন, আর বেচে থাকার প্রতি আশা। আপনি ছাড়া জীবন হয়তো হতো না এতটা ভালো আপনিই তো জাতির প্রতীক, আর সফল পথের আলো। সারা পৃথিবী বদলে যাক, আর সবকিছুই হোক না চূর্ণ পাশে থেকে সদা পথ দেখাবেন, এই বিশ্বাসে আমি পূর্ণ। পিতা-মাতার পরেই আপনি, আপনার নীতি বরণে অসম্পুর্ন কিছু বাক্য লিখছি, আপনাকে নিয়ে স্মরণে।। (আমার সমস্ত শিক্ষক/শিক্ষিকা দের প্রতি)  

উঠে দাড়াও

Image
 অনেক দিন তো হয়ে গেলো পার, এখন একটু উঠে দাড়াও  কতদিন থাকবে চুপটি করে, এখন নিজের সীমা ছাড়াও। সমাজে অনেক দুঃখ-কষ্ট, এখন একটু উঠে দাড়াও  অনেকেরই সম্বল নেই, তাদের প্রতি হাত বাড়াও। সমাজে এখন জাতি ভেদাভেদ, এসব ছেড়ে উঠে দাড়াও ধর্মের নামে নানা মতামত, বাজে কুসংস্কার পায়ে মাড়াও। সমাজ এখন দুর্গতিতে, বিপ্লবী হয়ে উঠে দাড়াও  সমাজে খুব শিক্ষার অভাব, সত্য-শিক্ষার আলো ছোড়াও।         চলো, এখন একটু উঠে দাড়াও। By I Ali 03.09.2020