বালের Life
এইতো ছিলাম, ছোটো ছিলাম, ছিলো কতো আশা, লেখা-পড়া করব অনেক, হবো পূর্ণ জ্ঞানে ঠাসা। বড়ো হবো অনেক বড়ো, কিনব নতুন গাড়ি বাড়ির অভাব দুর করব, গড়বো বড়ো বাড়ি। কষ্টের পরে সুখ আনব, তাদের উজ্জল করে মুখ আমার সাফল্যে গর্ব করে, তাদের চওড়া হবে বুক।। কিন্তু, কোথায় সেসব সপ্ন, সেসব তো শুধুই কল্পনা আরও কতো মনে গাঁথা ছিলো, থাক সেসব আর বলবনা । সপ্ন হয়তো সত্যি হতো, যদি না যেতাম বাঁকা পথে আরও যদি কষ্ট করতাম, শুনতাম যদি অন্তর হতে। এখনও তো অনেক তা পথ, সামনে আছে পড়ে এখন নাহয় করি চেষ্টা, যদি ভাগ্যের চাকা ঘোরে।। ধুর, কষ্ট করেও কিচ্ছু হবে না, এমনই এখন বাস্তবতা সামনে দেখোনা কতই বেকার, যদিও আছে যোগ্যতা। কতো কষ্ট, কতো শ্রম, করে গেলোই না কতো চেষ্টা যোগ্যতা নয়, এখন টাকার দরকার, নইলে মেটেনা ওদের তেষ্টা। চলছে এখন ঘুষের রাজ্য, বাড়ছে পার্টির অন্ধ-ভক্ত সত্য-মিথ্যা মিশে একাকার, বাড়ছে সাথে বেকারত্ব।। যা-ও একটু সুযোগ ছিলো, একটু আকটু মানবতা তা-ও এখন বন্ধ হলো, চারিদিকে দুর্যোগ বিপন্নতা। টাকা দেবো ঘুষ, নেব চাকরি, বাবার অত নাই তো ধন আছে নানা অবহেলা আর বিষণ্ণতা, নানা দুশ্চিন্তায় ভরা মন। এতো চিন্তা, এতো depression, সব থেকে মুক্তি ...