নির্মক্ষিক
মাহাবুদ মিয়াঁ অনুনয় বিনোনয় করি তোমার কাছে অধিষ্ঠিত করো মোরে উন্নতির সর্বসিখরে । রাস্তায় এ কেমন নির্জনতা একাকী, নি:সঙ্গ পথহারা, হাজারো সমস্যা-উপলে যেন রাস্তা বাধা। চারি দিকে ছমছম আর স্তব্ধতার ছায়া। মনের গহীনে জমাট বাঁধা কথাগুলা জানাই কাহারে, সব খুশি, হাসি , আনন্দ চাপা পড়েছে যেন সমুদ্র তোলে; হতাশা, তামাশার এক অনন্য জগৎ যেন গড়েছে। সময় তো চলে যায় স্রোতের মত দুঃখ, নিরাশা ভিড় লাগায় স্বপ্নের মত; শত চেষ্টা করেও ঢাকা পড়ে মেঘলা আকাশে। ধোঁয়াশায়, আর কুহেলিকায় জীবন যেন থমকে গেছে। পাহাড় ময় বোঝাতে হৃদয় যেন ঠাসা ; কলম-ও পরিশ্রান্ত আজ লিখতে এ কবিতা।। Dated:19.10.2020