আমি আমার মতো
I Ali ঘুমাই কম, আমি বেড়াতে ভালোবাসি; সাথী চাই, তবে চাই না কোনো দাসী। বলি কম, যা ভাবি তাই করি, ব্যার্থতায়, ফিরে অন্য রাস্তা ধরি। আর, নাই কোনো মোর ঠাই-ঠিকানা, তাতেও, দুঃখের জন্য নেই বাহানা।। কষ্টতে, বাঁচার লড়াই করতে জানি, খাদ্যতে, আমি হালাল-হারাম মানি। সবার মতো, এই জগতের-ই সৃষ্টি আমি, আর, নিজের কাছেই অনেক দামি। সোজাপথে, আমি হকের রাস্তায় হাঁটি, বাস্তবে, বড়ো সরল আমি খাঁটি।। স্বার্থের দুনিয়ায়, আমি স্বার্থহীন দের খুঁজি, মানুষের, মনোভাব একটু-আধটু বুঝি। এমনকি, আমি অনেক বিষয়ে জ্ঞাত, সমাজে, আমি পাগল বলেই খ্যাত। তবে, পাগল হওয়া সহজ তো নয়, তাতে, কষ্টের সাথেও হাসতে হয়।। Dated: 20.12.2020